কবিতা ।। পরাগ ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। পরাগ ভট্টাচার্য্য






এক পশলা বৃষ্টি


এক পশলা বৃষ্টি হয়ে গেল, 
সকালের চোখ তখনও মেলে নি, 
মেলে নি আকাশ, মেলে নি বাতাস, 
চোখ মেলেছিল রজনীগন্ধা, অবিন্যস্ত, 
বৃষ্টি এসে সব যে ভিজিয়ে দিল , 
দুঃখ পেয়ো না,  রাতের আশ্বাস! 
ভেজা ভেজা পথ, গলে যাওয়া রং
জেগে উঠার আগেই ভিজে জল
নতুন করে সেজে নেবার প্রস্তুতি, 
ভিজে পালক, ভিজে ঠোঁট, ভিজে জানলা, 
ভিজে কাপড়, ভিজে গামছা, 
এক ফালি রোদ গড়াগড়ি, কাটে খুনসুটি। 
তুলিতে লাগে রং, ক্যানভাসে  আঁকে স্বপ্ন, 
আকাশ জুড়ে আবার হাসি খেলা, 
একটু করে সময়ের ঝাঁপি হয় শেষ, 
অন্ধকারের মায়ায় সব যায় মুছে
ছায়াময়, তবু আছে, এই ভরসায়, 
মুছে যায় বৃষ্টি ভেজা, থেকে যায় রেশ।

===========================

পরাগ ভট্টাচার্য্য, 126দমদম রোড, দেবী কমপ্লেক্স, পিন 700074
দূরভাষ 8334892038