কবিতা ।। সোমা কর্মকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। সোমা কর্মকার



।।আশার আলো।।


বেশ কয়েকটি দিন পরে যখন মারণরোগের সঙ্কটময় অন্ধকার দূর হবে,
তখন আবার আমারা ছন্দে ফিরবো, আবার গাইবো ভালোবাসার গান।
আবার হাসবে নদী, ভাঁট ফুল, কৃষকের সোনালী ফসলের মাঠ।
‌শীতকালের নরম রোদে গা এলিয়ে বসে থাকবো কিছুক্ষণ চুপটি করে।
সময় মত সবাই কাজে বেড়োবে, স্কুল কলেজে যাবে সব হইহই করে।
একতারা হাতে বোষ্টমী গেয়ে শুনিয়ে যাবে মন ভোলানো বাউল গান।
দুপুরবেলা বাসনওয়ালা হেঁকে যাবে, গ্রামের মেঠো পথের ধার ঘেঁষে।
বিকেলবেলা ছোটরা সব ছোটাছুটি করে মাঠে খেলাধুলোতে মাতবে।  
ঘরে ঘরে সবাই তখন একটু শান্তির শ্বাস ফেলবে নিশ্চিন্তে । 
আবার আমরা মিলবো দোঁহে সেই উদার প্ৰকৃতির মাঝে।
তখন আবার আমাদের দেখা হবে কোনো এক পূর্ণিমা রাতে,
কিংবা গঙ্গার পাড়ে বহমান নদীর মৃদুমন্দ দোদুল্যমান হাওয়াতে।
অনেকদিনের রূপালী চাঁদ দেখার স্বপ্ন হয়তো তখন পূর্ণ হবে।
ইচ্ছেডানায় ভর করে হারিয়ে যাবো কোনো এক রূপকথার দেশে।
সুখ দুঃখ ভাগাভাগি করে নেবো সেই আবার আগের মতো করে।
তখন না হয় আবার অনেক গল্প হবে নতুন রূপে, নতুন পৃথিবীতে। 
দেখে নিও! হারিয়ে যাওয়া সব স্বপ্নগুলো একলহমায় আবার সত্যি হবে।

===================
- সোমা কর্মকার।
বানীপুর পূর্ব পাড়া 
পোস্ট - বানীপুর
থানা - হাবড়া
উত্তর ২৪ পরগনা