দুটি কবিতা // শান্তনু মহাপাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

দুটি কবিতা // শান্তনু মহাপাত্র


        

     তর্পণ


এ দীর্ঘ রেখাপথে নিভৃতে কেঁদে ওঠা মুখের রেখায়
যেটুকু শব্দ লেগে থাকে তাদের কাছেই দুদণ্ড বসি।
আলো লেগে মেঘ গাছ হয়ে যায়।
নদীর স্তিমিত বুকে গলে পড়ে ধুলো।
সদ্যোজাত স্তব্ধতার চরে
ধীরে ধীরে নেমে যায় জীবনের ভার।
এমন কৃষ্ণচূড়াবেলায় ঠিকঠাক এঁকে রাখি হাওয়াদের স্তর তর্পণের জলে।
কবেই তো ফেলে এসেছি বাড়ি-ঘর, উঠোনের ফুল।
তবু বৃষ্টি পেরিয়ে কোন দৃশ্যদাগে ভেসে আসে মায়ের ভেজা ভেজা মুখ?



           কস্তুরী


এমনকি, শূন্য হাত, আলেয়া অসুখ অবিকল
শুধু কিছু মৃত্যু লেগে ফিরে যায় পাহাড়ের জল।
আমরাও ফিরে আসি, ঘাসে পড়ে মিথ্যে ইশতেহার
দলছুট ছোট মেয়ে ছুঁড়ে দেয় মুঠো অন্ধকার

সীমান্ত পেরিয়ে এসে। চুপচাপ কাঠের জানালা
ক্রমশ শীতল হয়। ইতিহাস জানে ভেজা টিলা।
শ্যাওলাজড়িত শব্দ, পাথরের যত আয়ুষ্কাল
কেঁপে ওঠে। দীর্ঘ শীতে জড়ো করে ওমের আড়াল।

যখনই রাতের দিকে উড়ে আসে ছোট ছোট কথা
তুমি হও মৃগনাভি, আমি সেই সুগন্ধের ক্রেতা।

=================

নাম : শান্তনু মহাপাত্র
গ্রাম : নয়াবসান
ডাকঘর : গোপীবল্লভপুর
জেলা : ঝাড়গ্রাম
পিন : ৭২১৫০৬
চলভাষ : ৯৮৫১৫১৭৩৭৮