কবিতা ।। অংশুমান চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। অংশুমান চক্রবর্তী



রাখালিয়া বাঁশি

------------------------------------


কিছু কথা রেখে যাও, এর বেশি নেই কোনো দাবি 
বিরহ উদযাপন কীভাবে করব, তাই ভাবি।

সংকেত এসেছিল, তবে সেটা গত জন্মের 
নতুন শরীর নিয়ে সামনে দাঁড়ালে এসে ফের।

উজাড় করতে চাও? ভেবে মরি, কোনখানে রাখি
আমি এক পথভ্রষ্ট, আমি এক বেড়ি ছেঁড়া পাখি

কিছু কথা রেখে যাও, তা নাহলে বসি পাশাপাশি 
অপরাহ্নে দুটি মনে বেজে উঠবে রাখালিয়া বাঁশি...

=====০০০=====



অংশুমান চক্রবর্তী
হাটপুকুর, রামরাজাতলা, হাওড়া ৭১১১১২
মোঃ ৯৮৩৬৮১৯৩৭৯