কবিতা ।। রঞ্জন চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। রঞ্জন চৌধুরী



বিদায় ওয়াহিংডো


ভোর ভোর ইনোভায় চড়ে নেমে আসছি
শিলং পাহাড়ের গা বেয়ে সাপের মতন।
পথের ওপর কুয়াশার অবরোধ।
গাড়ী নামছে ধীরে ধীরে
ধীরে ধীরে বদল হচ্ছে ভাষারও
খাসী থেকে অহমিয়া...
আমার ভাষা বাংলা।
মাতৃভাষায় বলে উঠি 'বিদায় ওয়াহিংডো'
                                  'বিদায় স্বপ্ন সুন্দরী'

কী করে ভুলি
পাহাড়ী মেয়ে রিমসন সামারের আতিথেয়তা।
রাতের বেলার বিদায় সম্ভাষন - -
'থিয়া সুক' ।

নীচে ব্রহ্মপুত্র নদ
বাতাসের রঙে মেঘ জমেছে ভারী বর্ষার।

                    ******
রঞ্জন চৌধুরী ।
আর. জি. পল্লী। সোনারপুর। কলকাতা - ১৫০।
চলভাষ : ৭০৪৪৯৩৩১৪৮ / ৬২৯০২১৪০৭২