Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রম্যরচনা ।। পার্থজিৎ ভক্ত


বগাদা


ভারতের মাটিতে প্রথম অলিম্পিক গেমস শুরু হল আজ নয়াদিল্লিতে। সকাল থেকে রাজধানী সেজে উঠেছিল বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন গ্রহণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ বাছাই এক ঝাঁক ক্রীড়াবিদের সঙ্গে দলের পুরোধা হিসেবে জাতীয় পতাকা বহন করছিলেন দেশের মাটিতে সেরা সময় করা প্রখ‍্যাত দৌড়বিদ্‌ যশপাল রাণা। কিন্তু বেখেয়ালে তিনি পতাকা দণ্ডটি উল্টো হাতে ধরেছিলেন। সন্ধায় অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং দেখে জাতীয় দলের এক সর্বময় কর্তা তড়িঘড়ি ব্যক্তিগত যোগাযোগে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষমা প্রার্থনা করে বার্তা পাঠান। এই ঘটনায় ঘনিষ্ঠ মহলে চাপা ক্ষোভের সঞ্চার হলেও বিশেষ সেই যোগাযোগ বলে ঐ কর্মকর্তা এবং দৌড়বিদ নিজেদেরকে অগ্নিগর্ভ পরিস্থিতির থেকে দূরে রাখতে সক্ষম হন।
           ঘটনার সূত্র ধরে আমাদের পাড়ার বগাদা সন্ধে‍র মজলিশে ঘোষণা করলেন – একটু আগে বগাদা টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমগ্র দেশবাসীর হয়ে ক্ষমা চেয়ে নেওয়ায় এবারের মত যশপাল বেঁচে গেলেন সাসপেনশনের হাত থেকে। আসলে ছোটবেলায় একই গুরুর কাছে কুস্তি শেখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী বগাদাকে একটু আলাদা চোখে দেখেন। তাই বগাদার রিকোয়েস্ট ফেলতে পারেননি। অবশ্য বিল্টু আর ছোটকা বগাদার এই ফোনাফুনিকে এক স্পেশাল ঢপ বলে দাবি করে বসায় এদিন সন্ধ‍্যার আসরটি সরগরম হয়ে ‍ওঠে। সমালোচনার ভয়ে যশপাল রাণার সঙ্গে কোন আত্মীয়তার সূত্র খুঁজে পাননি নইলে একটু চেষ্টা করলেই হয়তো দেখা যেত যশপালের বাচ্চা বয়সে ওর সঙ্গে ডাঙ্গুলি খেলেছেন বগাদা। তাই মানুষটার বিপদের দিনে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবেন নি।
        একবার স্বপ্নে দেখেছিলাম – ঘনাদা, টেনিদা আর বগাদা চুপচাপ একটা রোয়াকে বসে আছে। পরদিন পাড়ার মজলিশে কথাটা পাড়তেই লাট্টু পুরো হাঁই হাঁই করে উঠেছিল – বিন্দাস গুল মারছিস। ওরা তিনজন , মানে থ্রি মাসকেটিয়ার্স চুপচাপ বসে আছে – কখনো হতে পারে? গুলবাগিচায় পৃথিবীর শ্রেষ্ঠ গুলিষ্টরা চুপচাপ! আমি বলি,আরে গুরু – ব‍্যাপার আছে।ভাল করে লক্ষ‍্য করে দেখলাম তিনজনেরই কানে ইয়ার প্লাগ গোঁজা আছে – একমনে গান শুনছে। জিজ্ঞেস করাতে বলল - আকাশবাণী থেকে এবছর অডিশনের সব গান নাকি ওদের কাছে জাজমেন্টের জন্য পাঠিয়েছে। হঠাৎ বাবু চিৎকার করে ওঠে – ঘন্টে তুইও!


---------
যোগাযোগঃ- পার্থজিৎ ভক্ত,তপোবন সিটি,বামুনারা,দুর্গাপুর – ৭১৩২১2,জেলা – পশ্চিম বর্ধমান,চলভাষ – ৯০৬৪৩০৯০১১,WA No.- ৯৪৩৪৭০৯১৮৭, ই – মেল – parthajitbhakta@ gmail.com

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩