কবিতা -- সোমা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা -- সোমা ঘোষ





    ~/•আখ্যান•\~

   
অমৃত বিষ ধারা রাতবাসর
মধ্যগাঙ জুড়ে নিশ্চুপ আর্তনাদ জাগায়।
খামখেয়ালি নদী স্নান শেষে
নিরুপম চন্দ্রকলায় অস্তমিত,
দিকচক্রবাল ময় কোলাহল রেখা,
শতাব্দী এখন ক্লান্তি মুক্ত
ছিন্ন প্রস্তরে আবারও ছড়ায় আচ্ছাদন।
জলজ হৃদয়ের অনন্ত অপেক্ষা
শিশির ভেজা শৈশব মাখা ভোরের,
জীবনের অপঠিত আখ্যান
ছন্দ খুঁজতে ব্যাকুল...

================

@সোমা ঘোষ
Address Pacific point block B flat no 4B3
Fourth floor Kolkata 154