কবিতা -- নৃপেন্দ্রনাথ মহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 16, 2020

কবিতা -- নৃপেন্দ্রনাথ মহন্ত





এই বিশ-কুড়িতে

***************
বিশ-কুড়িতে করোনার জ্বরে ভুগছি
স্বপ্ন হারিয়ে অন্ধকারে ধুঁকছি
বিশ্বময় বিশ্বাসী কেউ আছে কি?

চিন? নাকি 'মেরিকা?কে দাঁড়াবে পাশে?
আমরা রয়েছি অমলিন বিশ্বাসে
ভগবান আছে।যারা দেয় দিক ফাঁকি।

চেয়ে দেখো তারও কি করুণা হয়েছে?
নাকি করোনা তাকেও গরাস করেছে!
কেউ নেই দেখো মন্দিরে মসজিদে।

যদি বিষকুঁড়িগুলো ফুল হয়ে ফোটে
গোঁদ ভরে যাবে বিষাক্ত বিস্ফোটে
কাকে মালা দেবে প্রার্থনা- সঙ্গীতে?

তার চেয়ে চলো দেখি সকলেই খুঁজি
পুজার্চনা ভিন্ন অন্য কোনো পুঁজি
সাফল্যের অন্য কোনো চাবিকাঠি।

পরিযায়ী শ্রমিক স্বপ্ন খুঁজে পাক
রুটি-রুজির খোঁজ এ রাজ্যেই থাক
জীবন কাটাতে যেন পারে পরিপাটি।
*********************************
Sender :
Nripendranath Mahanta
Vill. & Post-HEMTABAD
Dist. Uttar Dinajpur  PIN-733130
Mobile No.-8918861003