দুটি কবিতা // সোমনাথ গুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

দুটি কবিতা // সোমনাথ গুহ



            ছায়া 

বাতিল ছবিগুলি এলোমেলো পড়ে থাকে
বারান্দার কোনার ঘরে কেউ আসে না
জীবনের দূরের পথে 
এভাবেই একদিন আলো আসে
রাত দুপুরে ঘুলঘুলি জেগে থাকে
একটি কুনো ব্যঙ 
অনেক গুলো স্বপ্ন নিয়ে থাকে পাহারায়

          সংসার  

একটা লোক লুকিয়ে রাখে গল্প
 ডুমুর গাছটার নীচে
শান্তির ছায়া এভাবে কে পেয়েছে? 
বাসা ভেঙে গেছে কতবার
এখন উঠোনের মাঝে
সারারাত জেগে থাকে লোকটা
পাতাগুলো বেঁচে থাকে একা একা

গল্প শেষে নতুন জীবনে আসে স্মৃতি 
গাছটা মানুষের মতো আশ্রয় দেয় 
লোকটা গাছ হয়ে দাড়িয়ে থাকে দূরে।
       
=================

নাম : সোমনাথ গুহ।  
গ্রাম : ডাঙ্গাপাড়া, পো: পান্ডাপাড়া কালীবাড়ি। 
জেলা : জলপাইগুড়ি,  পিন : ৭৩৫১৩২
দূরভাষ : ৯৮৩২০৫৭৩৬৬