কবিতা ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। সাইফুল ইসলাম



যৌবনা নদী

 



ছোটো নদী এঁকেবেঁকে আপন খেয়ালে
বহে চলে খরতর ছাপিয়ে দু-কুল। 
পাড় ভাঙে গাছ পড়ে হয়ে ছিন্নমূল
কানপাতে দীনজনে মাটির দেয়ালে। 
কান্না লুকিয়ে থাকে দারিদ্র্য চোয়ালে
শিষ ধান ভেসে যায় ভাগ্য প্রতিকূল। 
জলতলে হাঁফ ছাড়ে কচি ধানফুল
কেঁদে ফেরে অনাহারে কুকুর শেয়ালে। 

বর্ষায় বাদলধারা রূপবতী নদী
পূর্ণ যৌবনের ঢেউ উদ্দাম তালে
হিতাহিত জ্ঞানবোধ অজান্তে হারায়। 
হায় হায় করে কেহ মাথা কূটে যদি
হার মানে অনায়াসে ক্ষমতার চালে
হাসিখুশি সংসারে আগুন জ্বালায়।