কবিতা : প্রদীপ কুমার দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : প্রদীপ কুমার দে




অস্পর্শের বৈভব

--------------------------------------------

বর্ণমালার অক্ষরজুড়ে রাত নামে;
সিক্ত বালিশ জুড়ে এলোমেলো,
মুখ গুঁজে ইতস্তত পড়ে থাকি।
তোমার ভালোবাসার কিছু ঋণ
এখনও কাঁটার মত বিঁধে।
অশ্রু ছুঁয়ে অব্যক্ত শব্দগুলো
এখনও তার কাছে বাক্যহীন।
নিতান্তই অভ্যাসের বশে,
দুর্বোধ্য রাতগুলির গভীরতা
খুঁজতে থাকি নিঃশব্দে।
বুকের গহনে বয়ে চলে
তীব্র হাহাকারের স্রোত।
একদিন বাস্তবকে কটাক্ষ করেছিলাম-
বৈভবের জোয়ারে ভেসে;
এখন,জলকনাহীন রিক্ত মেঘ আমি,
অতৃপ্ত পৃথিবীতে অনাবৃষ্টির মত।
ক্ষয়রোগে বধির বর্ণমালা নিয়ে
অস্পর্শ রাত্রিযাপন।
অতীতের স্মৃতির দহনজালা,
স্বপ্নসমূহকে পরিণত করেছে
দাহ্য পদার্থে।
যে চাহনির অনাবিল কারুকার্যমুখর
মুহূর্তগুলি ছিল আনন্দদায়ক-
আজ তা কাব্য লেখার পক্ষে যথেষ্ট।
সে কাব্য জুড়ে ফুটে উঠবে,
শুধুই স্পর্শহীন অশরীরী আলিঙ্গন।
এলোমেলো বর্ণমালায় সাজানো থাকবে,
অস্পর্শের বৈভব।

-----------------------
   প্রদীপ কুমার দে
মোবাইল - 9635724772
ইমেইল - poetpkdey@gmail.com
ঠিকানা - বিধানপল্লী পূর্বপ্রান্ত, মামড়া মেইন রোড,
জেলা - পূর্ব বর্ধমান, পোস্ট অফিস - এ বি এল টাউনশিপ
পিন - 713206