Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অণুগল্প ।। সুব্রত দেব

 

 

 

এক চিলতে রোদ্দুর


আজ অনেকদিন বাদে নবাবি মেজাজে রোদ্দুর।মাছের বাজারে ঢুকছে একেবারে ঝলমলে মনে।ভালো মাছের স্বাদ কেমন ভুলেই গেছে।আর ইলিশ,গলদা,পমফ্রেট,পাবদা এসব মাছ কেনা ত স্বপ্ন ।
কিনবে কী করে,আকাশ ছোঁয়া দাম! বাপটা  কবেই
ফাঁকি দিয়ে চলে গেছে,সেই ন্যাংটো বয়সে।মা তারপর থেকে এবাড়ি সেবাড়ি কাজ করে মানুষ করেছে রোদ্দুর কে।এখন ও সারা দিনরাত টিউশন করে।এতেই মা বেটার পেট চলে।মার বয়স হয়েছে,এখন আর এবাড়ি সেবাড়ি কাজ করতে পারে না।
লোকচক্ষুর আড়ালে পকেট থেকে লাল মোদি নোট টা
বার করে একবার দেখে নেয় রোদ্দুর।ঠিক আছে দেখে আবার পকেটে ঢুকিয়ে রাখে।
--গঙ্গার ইলিশ,গঙ্গার ইলিশ বলে হাঁকছে বুড়ো ।
রোদ্দুর সামনে গিয়ে বলে কত করে ?
পাশ থেকে ইকবাল বলে কী ব্যাপার গো রোদ্দুর দা,কোনোদিন ত চারাপোনার ওপরে ওঠ না?
বুড়ো বলে- বারোশো করে দিয়ে দেব।
রোদ্দুর কিনতে গিয়েও থমকে দাঁড়ায়।মা-র পরনের রং ওঠা সেলাই করা শাড়িটা চোখের সামনে ভেসে ওঠে।
-- আরে রোদ্দুর বাবু যে, কী ব্যাপার আজ একেবারে
ইলিশ কিনতে?
--কেন কিনতে নেই? রোদ্দুর না ঘুরেই উত্তর দেয়।
--না তা কেন? চারাপোনা ছেড়ে একেবারে ইলিশ! বামন হয়ে চাঁদে হাত।তা হাত বাড়াবার সাহস করিস কী করে,টিউশন করে ক-টাকাই বা পাস।
--- রোদ্দুর ঘুরে দেখে শ্যাম,ওর একসময়ের ক্লাসমেট।
বরাবর অঙ্কে লাড্ডু পাওয়া ছেলে এখন বড় ব্যবসাদার! সব ই বাপের ধনে পোদ্দারি।
--- দে রে বুড়ো ইলিশ টা দে
--দিই শ্যামবাবু
--- রোদ্দুরের রোখ চেপে যায়।বলে -- দিই মানে!
আমি ত প্রথম দর করেছি।
--- না তুমি ভাবছ কী না,একটা ইলিশ ই পড়ে আছে--
কথা শেষ করতে না দিয়ে শ্যাম বলে--আরে এত দামের
ইলিশ ও নেবে কী করে,হাভাতে--
রোদ্দুর অবজ্ঞার চোখে একবার তাকায়,তারপর বুড়োকে বলে- কী রে, ওজন কর ।
-- বুড়ো ওজন করে, পুরো দেড় কেজি।
--কী গো রোদ্দুর দা নেবে?
রোদ্দুর কথা না বলে লাল মোদি নোট টা বুড়োর দিকে
ছুঁড়ে দেয়।
শ্যাম অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুর কোনো কথা না বলে শ্যামের নাকের ডগা দিয়ে দেড় কেজির ইলিশ টা দোলাতে দোলাতে এগিয়ে যায়।
সকালের আলো পড়ে ইলিশ টা চিকচিক করছে, তারই এক চিলতে পড়ে  রোদ্দুরের মুখ ঝলমল করে ওঠে।
আজ লটারিতে দু হাজার টাকা পেতে যে দীপ্তি চোখে মুখে ফুটে উঠেছিল, এখনকার উজ্জ্বলতা তার থেকেও বেশি।

 ======================
     সুব্রত দেব
মোল্লা হাজি বাগান,চন্দননগর, হুগলি, 712136



সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল