ছড়া : সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

ছড়া : সুমন নস্কর



 

 

 

 

 

 

বর্ষা


বর্ষাকালে জলের ধারা গাঁয়ের মরা খাল দিয়ে,
ধানের খেতে চাষিরা সব করছে কাদা হাল দিয়ে।
কুটনো কুটে ছাতা মাথায় বউটা পুকুর ঘাটখানায়,
হাঁটু জলে দাঁড়িয়ে গরু ঘাস খেয়ে যায় মাঠখানায়।
রাঙা বুড়ি আপন মনে গোয়াল ঘরে খড় কাটে,
পথে ঘাটে জলে কাদায় হচ্ছে ভারি হড়কাটে।
ফুটো চালে জল পড়ে খুব ঘুঁটের মাচার চালনাটায়,
ঝাপটা ঢোকে বড়ো বাড়ির কাঠের খোলা জানলাটায়।
দোয়েল শালিক বুলবুলিরা জলে ভিজে জুবড়ি যে,
কান বেয়ে 'কৈ' ডাঙায় ওঠে চাই প্রয়োজন চুপড়ি যে।
যাচ্ছে খুড়ো মুদির দোকান, পাচ্ছিল না বার হতে,
তুলছে দেখি ধুতির কোঁচা পথের ছিঁড়ে পার হতে।

===================

সুমন নস্কর
বনসুন্দরিয়া ।। মগরাহাট ।। দক্ষিণ ২৪ পরগনা