কবিতা : আবির্ভাব ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : আবির্ভাব ভট্টাচার্য




    ঝড়



কবিতা পড়া যাচ্ছে না।
কবিতার বই খুললেই দলা পাকিয়ে
উঠে আসছে ভগ্নস্তূপ!
পাঁজর খুলে দেখাচ্ছে
দামাল হওয়ার তছনছ করা ধ্বংসলীলা!
নদী, কবি যাকে লিখেছেন পুণ্যসলিলা
সে ভাসিয়ে দিচ্ছে অক্ষর, শব্দ, যতি...
পাতা ওল্টাতে হচ্ছে
সেখানেও জমাট বাঁধছে ঘূর্ণি!
কবিতা ওদের আশ্রয় দিতে পারেনি।
গানের কাছে যাওয়া যাচ্ছে না।
গানের ভিতর থেকে উঠে আসছে
নিরন্ন ও উদ্বাস্তু হাহাকার
কোমল গান্ধার আজ তিনদিন নিখোঁজ!
কোমল নিষাদ তাকে খুঁজতে গিয়ে-
ফেরেনি এখনো।
ছবির সামনে দাঁড়ানো যাচ্ছে না!
ক্যানভাস থেকে ছিটকে আসছে-
আততায়ী নীল!
চোখের মণিতে এসে বসছে।
তার ভাঙা গলা, মলিন হাওয়ার মতো স্বর!
আঁকা ক্যানভাস দিয়ে কী মন্ত্রে বৃষ্টি আটকাতেন-
রামকিঙ্কর!
কবিতা আশ্রয় দিতে পারলো না!
চিরকাল ভেবেছি-
কবিতায় লিখবো না ভাঙন!
অথচ এখন মাতলা নদীর ভাঙা বাঁধের মাটি নিয়ে
কুলতলি থেকে কবিতার খাতায় উঠে এলো
লক্ষণ বাগদি, চম্পা সোরেন...
গানের ভিতর থেকে কেবল হাহাকার
হাহাকারের ভিতর সামান্য আশ্রয়ের কথা...
গান! তুমি ভিটেমাটি আগলাতে পারলে না?
ছবির ভিতরের ঘর - মৃত্যু চাইছে
ঘরজন্ম এত অনিশ্চিত বুঝে
ক্যানভাসে প্রলয় ডাকছে-
অ্যাক্রেলিকে আঁকা সহজ চালাটি।
চিরকাল যাদের যত্নে দূরে রেখেছি -
কবিতার খাতা থেকে
আলাপের বিস্তার থেকে
তুলির বলিষ্ঠ টান থেকে
তারাই আজ নতমুখে এসে দাঁড়িয়েছে
কবিতার খাতার সামনে নিরন্ন, কথা হয়ে
কেউ কেউ ভেসে গেছে কোমল গান্ধারের মতো, অবেলায়
কেউ কেউ হাত পেতে চাইছে
ক্যানভাসের সহজ চালাটির মত
ভীষণ অনিশ্চিত কোনো আশ্রয়!...

=======================

 Abirbhab Bhattacharjee
 20a/1, Bonmosjid Para
Kalna Gate
Burdwan
Purba Barddhaman
713101