কবিতা : বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

 

গোধূলি


একটি গলিপথ বিদ্যুৎবেগে ছুটে চলেছে শরীরের উপর দিয়ে
হাতের তালুতে ধরতে চাওয়া সময় আজ অপ্রতিরোধ্য।
টায়ার ঘোরাতে ঘোরাতে কে যেন ধুলা উড়িয়ে দিচ্ছে
সূর্যের মুখে
একেই কি গোধূলি বলে!?

আরো কিছু হিসেব ছিল যেটা মেলানো হলোনা।
আকাশের জন্য একটা চাঁদোয়া বানাতে হত
সলিলেরের জন্য একটা মাছ ধরার ঘুঘি
মৃত্তিকার প্রলেপ দিতে হত আমার কবিতার গায়।
তোমার জন্য একটা লাল টকটকে সূর্য
ভ্রুর মাঝে বসিয়ে দিতে হত।

সন্ধ্যে নেমে এলো বলে
ভেবোনা যেন কিছুই করিনি
বইয়ের পাতায় আমার গন্ধ দিয়ে বানিয়ে রেখেছি
সন্ধ্যে প্রদীপ
জ্বালিয়ে নিয়ে চেয়ে থেকো
সূর্য ডোবার পথে পড়ে রব আমি।

রাত হয়ে জ্বালিয়ে দেব একটা আটপৌরে স্মৃতি
নেমে আসব যবনিকা হয়ে।

সিংহ দুয়ার খোলা থাকে যেন।

==================

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
গ্রাম পোস্ট। বৃন্দাবনপুর
বাঁকুড়া
Pin ৭২২২০৩
pH ৯৭৩২১৫৪৮৮৮