কবিতা // অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা // অনিন্দ্য পাল


পিছোতে পিছোতে

========================
একটু একটু করে পিছিয়ে চলেছি 
পিছিয়ে চলেছি তাই দরকার নেই 
দিক নির্দেশ
সব বিয়োগের শুরুতেই যে শূন্য থাকে 
সে আমার উথাল পাতাল চুমু 
তার আঁটোসাঁটো মেদে 
পিছন ফিরে ডুবে আছে আমার 
ইচ্ছাবেলা ...

এখন আর হোঁচট নেই 
এগোবার দিনে সে বালাই চেটে তুলে নিয়েছি 
খসখসে জিভে 
পিছনোর পথ তাই হেলে গেছে 
মসৃণ কোণে 
যদিও শেষের চুমুকে উঠে আসবেই 
কর্কশ তলানি...

পিছনের পিছনে যেখানে একদিন ছিলাম 
গজানো গুচ্ছ চারার মত 
সবুজ দৃষ্টি পেতে ধরেছিলাম 
আগুন গেলা ভালোবাসা 
এখন সেখানে বেতালের আবক্ষ মূর্তি 
ওরা ফিরে আসে রোজ 
পাথরের খাঁজে লেগে থাকা 
হাসির ফসিল খুঁজে পেতে...
=========================















অনিন্দ্য পাল
গ্রাম - জাফরপুর
পোঃ- চম্পাহাটি
পিন - ৭৪৩৩৩০
থানা- সোনারপুর 
দঃ চব্বিশ পরগনা