কবিতা ।। পারমিতা রাহা হালদার (বিজয়া) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। পারমিতা রাহা হালদার (বিজয়া)





নিঠুর মানবতা

    

যারা করছে নির্মাণ বিশ্ব চরাচর জগৎ সংসার ,
ঘর ছেড়ে আছে বহুদূরে,পরিজন নিজ পরিবার।
গায়ের রক্ত জল করে ঝরিয়েছে শুধু রক্ত-ঘাম,
বিশ্বকর্মারা বিপদমুখী আজ বিধি যখন  বাম।

খাদ্য, বাসস্থান হারা যখন ক্ষুধার্ত পেটের টান,
তাদের বিরুদ্ধেই মতান্তর,ছোঁড়ো প্রশ্ন ঝড়ের বাণ।
মাইল ফলক হাঁটছে আর ক্রীতদাস শ্রমিক দল,
বাঁচার আশায় বুক পেতেছে সাথী মনোবল।

ফুটপাতের আনাচে কানাচে কালিমালিপ্ত আস্তিন ,
জাগ্রত করো মানবতাকে শোধ হোক ওদের ৠণ ।
ভুখা পেটের লড়ায়ের ফেরারী পথে নির্বাক মুখ ,
স্নিগ্ধ বাতাসে মিশছে রক্ত,স্রোতে ফিরতে উন্মুখ।

জমছে ভীড় ভ্রষ্টনীড় আমার শহর, নগর ও গ্রামে,
আমার সোনার দেশে অবশেষে যে মতান্তর নামে।
সময় এখন জড়িয়ে জীবন প্রকৃতির মায়াজালে ,
পৃথিবীর সুখ ছেড়ে ওরাই ভরসা লেপ্টে আঁচলে। 

অসহায় শ্রমিক বড্ড ক্লান্ত শুকনো রুটির খোঁজে,
স্বপ্ন জুড়ে গরম ভাতে তাই দুচোখের কোণা ভিজে। 
সুখের নিদ্রা হারিয়ে গেছে রেলপথ হয়েছে বিছানা, 
দুর্ভিক্ষের জীবন্ত মিছিল বন্দি কফিন দিচ্ছে হানা।