কবিতা -- শম্ভু সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা -- শম্ভু সরকার





ভালোবাসার জন্য

                    

না, ভালোবাসার জন্য আমি কোনো দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধিনি
বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজেও আনিনি একশো আটটি নীল পদ্ম
ভালোবাসার জন্য আমি মেলে দিয়েছি বুকের বাঁ পাশের নীল আকাশ
একটু একটু করে সাজিয়েছি অবিশ্রান্ত ধারার মেঘপুঞ্জ
তারপর একদিন দুজনে ভিজবো বলে বাইরে তাকাতেই
বৃষ্টি এলো হঠাৎ, যেন না লেখা কবিতারা ঝরে পড়ছে অভিমানে
তুমি তখন অন্য কারো বুকে মাথা রেখে ভিজে চলেছ দূর দিগন্তে 
আর আমার বুকে ঝরে পড়ছে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা।