কবিতা : মিনতি গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : মিনতি গোস্বামী



খিদে ও চাঁদ


খিদের পৃথিবী টপকে একদিন
চাঁদে ঘর বাঁধবেই দেশ
খিদে নিয়ে যাদের মাথাব্যথা নেই
তারাই করতে পারে এমন শ্লেষ।
ঘাম, রক্ত ঝরিয়ে যারা শ্রম দেয়
খিদেই তাদের একমাত্র সম্বল
শ্রমের মাথায় পা দিয়ে যারা হাঁটে
এসি ঘরে বসে তারা জড়ায় কম্বল।
ফসলের মাঠে,কলে-কারখানায়
শ্রমিকের শ্রমই অপরিহার্য
সভ‍্যতার উদরে চিরদিন তারাই
যুগিয়ে যাচ্ছে যাবতীয় আহার্য।
চাঁদ থাকুক শিশুর কল্পনায়
শ্রমিকের কল্পনায় সাজুক মাটির পৃথিবী
থেমে যাক হাহাকার, শিশুর মুখে উঠুক ভাত
মাটিতেই দেখতে চাই স্বর্গের ছবি।

===============

মিনতি গোস্বামী
বোরহাট -কালীতলা বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8016833459