কবিতা : শ্রাবণ কয়াল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : শ্রাবণ কয়াল





 হঠাৎ দেখি


সন্ধ্যার বারান্দায় দাঁড়িয়ে,
হঠাৎ চিৎকার ...
আমার মতো আরো অনেকেই ছিল
তবে চিৎকার কেবলই আমি শুনেছি
আমি দেখেছি তার লাশ...
দুরন্ত গতিতে ঝড় ধেয়ে এলে ঘর থেকে বলেছিল---আমার ভীষণ ভয় করছে
আমি তখনও বারান্দায়...
আকাশে কালোমেঘে চাঁদের দেখা নেই
চোখের সামনে সারস , ফিঙে মাটিতে আছড়ে পড়ছে
আমার খড়ের চালে বইছে ঝড়ো হাওয়া
সিগারেটের ধোঁয়া নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি মেঘে
পাশের বাড়ির বিমলা প্রসব যন্ত্রনায় চটপট করছে
ধাই'মা বিমলাকে শান্তনা দিচ্ছে
তখনই আমার খাঁচার ময়না পাখিটি মুক্ত আকাশে___
গাঢ় অন্ধকারে খাঁচাটি দোল খাচ্ছে শূন্যে
আমি বারান্দায় দাঁড়িয়ে____
ছোটো ছোটো বাচ্চারা কোচর ভোরে আম 
 কুড়াচ্ছে
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কুলে
নীলা চিৎকার করছে---ভীষণ ভয় করছে
হঠাৎ শুনি বিমলা মা হয়েছে
হঠাৎ দেখি ঘরের মেঝে রক্তাক্ত দেহ।

=======================

 শ্রাবণ কয়াল
 পাথরবেড়িয়া।
পোষ্ট - চন্ডিপুর। 
থানা --ঢোলাহাট। 
পিন - ৭৪৩৩৯৯
জেলা - দক্ষিন চব্বিশ পরগনা।