তাপসকিরণ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

তাপসকিরণ রায়ের কবিতা


 

 

 

 

 

 

 

স্ফুলিঙ্গ


ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস
মাথার ছাতি ভেদ করে কাক ভেজা হয়ে হাঁট ছিলাম
ভেবেছিলাম সোনালী তখনও আমার অপেক্ষায় জানালায় দাঁড়িয়ে--
আমি দরজায় বারবার টোকা মেরেছি...
পাশের জালনার ঈষৎ ফাঁক দিয়ে ওকে আমি দেখতে পাচ্ছিলাম... 
দরজা না খুলে সে মাথা উঁচু করে কি যেন দেখছিল !
আমি তার দৃষ্টি ধরে তাকালাম--
সামনের কার্নিশহীন নেড়া ছাদে একটি উলঙ্গ ছেলে দাঁড়িয়ে
শ্রাবণের ঢেউ তার অবিশ্রান্ত দেহে খেলা করছে।
রাগ হল খুব, আমার ফিরে যাওয়া সোনালী টের পেল না,
অজস্র শ্রাবণের ধারা আমার ছাতা ফুঁড়ে নেমে আসছিল,
ঘোলা কাদা জল--জলজ হয়ে যাচ্ছিল আমার দেহ কৌপীন।
শ্রাবণের ধারা কিন্তু সেই উলঙ্গ ছেলেটিকে ভেজাতে পারেনি--
ভেজা শরীর থেকে তার জ্বলে জ্বলে উঠছিল স্ফুলিঙ্গ ফসফরাস।