কবিতা -- অভিজিৎ দাসকর্মকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা -- অভিজিৎ দাসকর্মকার




জামার কলারবোনে সুগন্ধী ফগ্-শ্বাস 



অনেককিছুই এলোমেলো হয়ে যায় আদর মেশানো অন্ধকারে, পিছনে ১২ বাই ৫ ফ্লেক্স ____

হাসপাতালের বিছানায় আটকে আছে ১টা গোঙানি। গোঙানির সাথে ছায়ামানবী হয়ে চলেছে হ্যারিকেন এবং ভরনশাসন চালানো শরীর। 

শরীরের গল্প শেষ হয়ে ফিরছে অসংলগ্নের প্রি-গল্পে। সেখানে--
     সন্ধে জ্বালায় নরম গৃহিণী 
         স্বতন্ত্র যৌনের ভিতর বিকেলের রাগ
রাগের বিভাসে সেঁধিয়ে গ্যাছে 
       আঁচড়, 
          বৃষবিলাপ এবং 
                 দাশগুপ্তের বাংলা গজল

তবুও মঞ্চে বাঁধা রয়েছে নানারকম মনখারাপ,
        টুকরো দর্শক আর 
             সমাপ্তি সংগীতে মাইতি বৌদি ---

রঙ্গবতী মাইক্রোফোন উড়িয়ে দিলো 
      পরীক্ষা সিডিউল 
          চেয়ারের নিচের ধুলো, এবং
                 সহৃদয়ের এপিটাফ

    এবার বলো যে বই উদ্বোধন করার সময় দাঁতের কাহিনীর মান অভিমান, বুকের ভিতর কান্নারা অবুঝচিহ্ন হয়ে খোঁচায়, 
তাদের জামার কলারবোনে সুগন্ধী ফগ্-শ্বাস কতক্ষণ দেহশক্তি হয়ে থাকে____


=============================


অভিজিৎ দাসকর্মকার
সম্পাদক-সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
(কবিতার নতুন দিগন্তের সন্ধানে)
মল্ল সাহিত্য ই-পত্রিকা ( দৈনিক প্রয়াস)
কলেজরোড, কৃষ্ণকুঞ্জ অ্যাপার্টমেন্ট বিষ্ণুপুর বাঁকুড়া ৭২২১২২
saptahikblackwhole@gmail.com
WhatsApp : 8016073958