Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অণুগল্প ।। বিজয়া দেব





এইসব দিনে


ব্যাঙ্কে এখন লাইন দিয়ে ঢুকতে হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে যেসব অভিজ্ঞতা হচ্ছে তা হলো লাইনের শৃঙ্খলার প্রাসঙ্গিকতায় তীব্র বাকযুদ্ধ কিংবা সমস্যাসংকুল প্রকৃতি নিয়ে জেরবার। মাথায় স্কার্ফ, চোখে সানগ্লাস ও মাস্কের সমবায়তায় করোনাযুদ্ধে সামিল সৈনিক হয়েও আত্মগর্বী হওয়ার পরিবর্তে আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা বেশি হলেও প্রায় জোর করেই আত্মবিশ্বাসের সুতো টেনে ধরে চলতেই হচ্ছে। একটা সর্বব্যাপী ভয়। একটা চাপা আতঙ্ক। মানুষে ভয়, গাছ ঘিরে সিমেন্টের বাঁধানো চত্বরে ভয়, দরজার হাতলে ভয়, যে কোনও ধাতুতে ভয়। ভয় সর্বব্যাপী, ব্যাপক, বিস্তারিত। পেছনের লোকটা মুখের মাস্কটাকে খানিকটা নামিয়ে রেখেছে। নাকটা উন্মুক্ত, হালকা কাশি দিয়ে বলল - এগিয়ে যান, লাইন এগোচ্ছে। - সারার মনে হল কাশিটা তার ঘাড়ের উপর পড়ল। ভারী একটা শ্বাসও। সারা কি বলবে আপনি দূরত্ব ঠিকমতো বজায় রাখছেন না। পাশ থেকে কে একজন বলল-কবে ফিরলে? - পেছনের লোকটা - এখানেই তো। এখানেই। - মানে কি? লোকটা কি পেছন থেকে ইশারা করল? পাশের লোকটা কথা না বাড়িয়ে চলে গেল। - পরিস্থিতি জটিল মনে হচ্ছে। হয়তো লোকটা বাইরে থেকে এসেছে। হয়তো চৌদ্দদিনের কোয়ারেন্টাইনে না থেকে বেরিয়ে পড়েছে। হয়তো সরকারি নিয়মকানুন ফস্কে বেরিয়ে এসেছে। লোকটা আবার হালকা কাশল। লাইনটা এগোচ্ছিল। আবার স্হির। এতক্ষণে পাতলা মেঘ সূর্যটাকে ঢেকে রেখেছিল। এবার সরে গেছে। সাড়ে এগারোটার সূর্য লালচোখ দেখাচ্ছে। মাথায় বাঁধা স্কার্ফ সানগ্লাস ও মাস্কে ভারাক্রান্ত ঊর্ধ্বদেশে জুন মাসের ব্যাপক তাপ একটা বিতিকিচ্ছি তুলকালাম বাঁধানোর চেষ্টায় ছিল, নজর গেল একটি বুড়ো মানুষের দিকে। রাস্তার পাশ ঘেঁষে বসেছে, হালকা ছায়া, একটা গাছ পেছনে আছে বটে, শাখাপত্রে তেমন জোরালো নয়, লিকলিকে কান্ড, শাখাপত্রেও অনুরূপ। লোকটির নাক অব্দি একটা রুমাল বাঁধা, সেটি মাস্কের বিকল্প।খানকয়েক নাইটি, খানকয়েক স্যান্ডো গেঞ্জি নিয়ে বসেছে। পাশে আর একটি লোক। কীসব কথা বলছে। রোদ গাছের পাতার আড়াল ভেদ করে ঝিলমিল খেলছে লোকটির মাথায়। এখনও কোনও ক্রেতা চোখে পড়ে নি। একপাশে খানিকটা ঝিঙ্গে, লাউ, বরবটি আর কাঁচালঙ্কা নিয়ে বসেছে দুটি মেয়ে। মুখে মাস্ক আছে। তবে দুটিতেই খুব গল্প করছে। খুব কাছাকাছি বসে। সবজি গুলোতে কি ভাইরাস লেগে আছে? ভাবতেই সেই পুরনো আতঙ্ক। বাইরে না বেরোনোই ভালো। কী করা যায় ব্যাংকের কাজগুলো জরুরী। সবজি বিক্রি করছে মেয়েটাকে বলতে শোনা গেল - বাইরে এলে পরাণটা বাঁচে। একঘরে এতটা মানুষ। গরমে পরাণটা যায়! ধ্যাত্তেরি এই একটা-বলে অকথ্য একটি বিশেষণ লাগিয়ে দিব্যি মাস্কটাকে একটানে সরিয়ে আনল গলায়। একদমে শ্বাস টেনে নিয়ে বলল - উফফ্ বাঁচলাম। - সারা দেখল দুটো বিপরীতমুখী জীবনচিত্র পাশাপাশি দাঁড়িয়ে ভিন্ন স্রোতে জীবনতরীকে টেনে নিয়ে যাচ্ছে। কারোর ঘরে ভয় কারোর বাইরে।
=====০০=====

 বিজয়া দেব , 225, Purbachal Road North, Kolkata - 700078. 

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩