কবিতা ।। অমিতাভ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। অমিতাভ দাস




বৃষ্টি রূপান্তর


দেখতে
        দেখতে 
                 বৃষ্টি 
                      এল
বন্ধ কারখানার বস্তি থেকে কেঁদে উঠল একটা কৃষ্ণবাঁশি,অকস্মাৎ ওখানে মৃত্যু এসেছে।

এখন
       বৃষ্টি 
            এল
দুচোখের পাতা মুড়ে শীতল হল শোক,কৃষ্ণবাঁশির অজানা লোক আকাশের মতোই উজার করে দিচ্ছে মূর্ছনা!
মেঘগুলো সব ভাঙতে ভাঙতে বুকে টেনে নিচ্ছে সুর,ঝাপসা হয়ে যাওয়া দূর বহুদূরের তৃষ্ণার্ত পাতা রঙের অপেক্ষায় প্রহর গোনে।

বৃষ্টি 
      এল
আধশুকনো শাড়ীটা হঠাৎ আলুথালু হয়ে পাল তুলে দিল মেঘের বুকে,রামধনু নৌকার ভাটিয়ালী গান জুড়িয়ে দিচ্ছে প্রাণ।

বৃষ্টি!
ধীরে ধীরে তীরে এল রামধনু নৌকা,কৃষ্ণবাঁশি হাতে আমি উঠে বসলাম তাতে,গেয়ে উঠলাম ভাটিয়ালী,আলুথালু হলাম জলকণার সোহাগে।

আমি....

তৃষ্ণার্ত পাতার প্রহর পোড়ানো বৃষ্টি!!

================

অমিতাভ দাস
40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110