Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা // ফাল্গুনী মুখোপাধ্যায়




আমার চোখে সে রিয়াল হিরো


সে এক  ছেলে আছে নামটি তার বলবো নি,

 বলবো তার কাহিনী ছোটো থেকেই খুব দুষ্টু সে,
সারাদিন দুষ্টুমি। 
সাথে মা এর বকুনি সারাদিন দৌড় ঝাঁপ বাড়িতে ফিরে মা এর মার।
তবুও দুষ্টুমি করতে সে ছাড়বে না।
অবশ্য দুষ্টুমি তে তার জুড়ি মেলা ও ভার সারাক্ষণ মাথায় ঘোরে নিত্য নতুন কারসাজি।
স্কুলে গিয়ে বসে খুলে গল্পের ঝুলি।
ছোট থেকেই বাবার কাছে শুনতে বসতো গল্প।
সে গুলো কেই স্কুলে গিয়ে বলে বসে নিজেকে  ভাবত সে হয়ে গেছে বড়ো।
কখনো ভুত কখনো বা রূপকথা কখনো বা অন্য কিছু।
এই ভাবেই স্কুলে হলো সে খ্যাত নিজেকে ভাবত বিরাট গল্পকার।
এক বার হলো কি বাড়িতে দুষ্টুমির পর্যায় হলো চুড়ান্ত।
ঘরে খেলতে গিয়ে মাথায় আসলো বুদ্ধি দুর্দান্ত।
হঠাৎ খেলতে খেলতে ঘরের দরজায় তুললো খিল।
সারা বাড়িতে দুষ্টু ছেলেকে খুঁজে না পেয়ে
মা এর তো মাথায় হাত।
ছেলে গেলো কই???
হঠাৎ ঘর থেকে শোনা যায় কান্নার আওয়াজ
দেখে তো এ যে দুষ্টু টা।
অবশেষে ঘর থেকে বেরিয়ে এসে কপালে জুটল মার।
মামারবাড়ী র সবাই ভয়ে পায়
ওই দস্যি ছেলে কখন কি করে বসে !
দস্যিপনা যতই থাক 
ছেলে আমাদের পড়াশোনাতে বড্ড ভালো।
এই নিয়েই তার বাবা মা এর গর্বে বুক ফুলল,
এই ভাবেই কাটতে থাকলো বেশ ছেলে এখন বড়ো হোয়েছ বুঝতে শিখেছে বেশ।
ক্লাস ১১-১২ বয়স টাই এমন বন্ধুদের পাল্লায় পড়ে
শিখল হাতে ধরতে সিগারেট সাথে আরো কিছু।
সে সব বুঝে নিতে হয় কিছু ছেলে বত হতে লাগলো।
প্রেম ও পড়লো কিন্তু বলতে পারলো না।
শেষ এ মেয়ে তাও হলো নিরুদেশ।
এরপর তার জীবন এ এল আরো এক জন নারী,
তবে সেই যে তার সত্যিকারের প্রেমিকা বুঝতে সে পারে নি।
বুঝলো যখন অনেক পড়ে
তখন ছেলে তাকে করে দিয়েছে অনেক দূরে।
এই ভাবে কাটলো অনেক মাস
সিগারেট এ নিয়ে আসলো তার জীবন এ এক বড় 
সর্বনাশ।
হঠাৎ একদিন ধরা পড়লো তার ক্যন্সার হ্যাঁ সত্যি।
ছেলের ধরা পড়লো এক মারণ রোগ
কিন্তু সে হার মানে নি, হেরে যেতে সে শেখে নি।
তারপর???
তারপর চললো রোগের সাথে মানুষের লড়াই
জিততে তাকে হবেই,
পাশে থাকল কে????না কোনো বন্ধু না কোনো ভালোবাসার মানুষ।
থাকবে কি করে??
সে তো তাকে তাড়িয়ে দিয়ে ছিল,
তবে সেটা বোধ হয়  ভালো র জন্যই ছিল 
মেয়ে টা তাকে যেতে বলে নি ছেলে টাই গেছিলো চলে।
অবশেষে চললো লড়াই একা জিতলো সে,
হাসলো জয়ের হাসি টানা ১ বছরের লড়াই,
ছিল সাথে বাবা মা পরিবার ওদের সবার আশির্বাদ
ভালোবাসা।
সাধারণ ছেলে হয়ে উঠলো অসাধারণ 
বদলে গেলো সব.. সব মানসিকতা, আচরণ,
ফিরিয়ে আনতে চাইল সেই প্রেয়সীকে,
ফিরে পেলো অবশেষে সফল হলো তার সাধনা,
জিতে গেলো তার ভালোবাসা
তৈরি হলো আরো এক হিরোর কাহিনী,
এই হিরো আমার চোখে দেখা
সত্যি কারের  বাস্তব এর হিরো।
কে বলে বাস্তবে এ সব হয় না??? এই তো হলো,
কল্পনা নয় সত্যি হিরো,
শেষ হলো এই হিরোর কাহিনী।
কারণ তার সাথ দিয়েছিল অন্তর্যামী....

===============



জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত