সম্পদ দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সম্পদ দাসের কবিতা


বর্ষা বরণ

 ●●●●●●●●


মেঘবালিকা সেজেছে আজ
ওরে দেখবি তোরা জলদি আয়,
কাজলা চোখে ময়ূরীর সাজ
রোশনির গয়না সারা গায়।
বন্দী আজ ঈশান কোনে
আকাশ পরেছে মেঘের তাজ,
খুশির জোয়ার ফাঁপিয়ে মনে
রণডঙ্কায় বাজছে বাজ।
জলধর সেজেছে নেপোলিয়ান
অসি অসির মহা সংঘাত,
ঘন কালো মেঘে আলোর ময়ান
সবেগে তার আর্তনাদ।
টুপটাপ করে পড়ছে ঝরে
ঝিরঝিরের ঐকতান,
থাকিস নে আর বদ্ধ ঘরে
অঝোর ধারায় করে নে স্নান।
মন মাতানো কদম ফুলে
ভিজবি যদি জলদি আয়,
আকাশ পানে বাহু তুলে
মেঘবালিকাকে স্বাগত জানাই।




বৃষ্টি

●●●●●●●●

ঝরঝর ঝিরঝির কখনো টিপটিপ,
ফিসফিস ঝমঝম কখনো ছিপছিপ।
বরষায় মধুময় চলে সারা দিনরাত,
গর্জায় চমকায় কখনো বজ্রপাত।
পথঘাট স্কুলমাঠ বৃষ্টিতে সিক্ত,
খেলাহীন সঙ্গীহীন শিশু মন রিক্ত।
মাঝে মাঝে সকাল সাঁঝে উঁকি মারে রৌদ্র,
গোটা দিনটা হয়ে যায় যেন ছন্দহীন পদ্য।
রাস্তায় আঙিনায় ভরে যায় কাদা,
মেটে রঙে রাঙিয়ে যায় স্কুল ড্রেস সাদা।
ভরে যায় খাল বিল ভরে যায় পুকুর,
আশ্রয় খুঁজে বেড়ায় বৃষ্টি স্নাত কুকুর।
তবুও তো আছে খিচুড়ি আছে পাঁপড়ভাজা,
মন ভরিয়ে দিতে যে আছে রথের মজা।
চাতকের মত চেয়ে থাকে আছে যত চাষী ভাই,
বর্ষার আহ্বানে আকাশের দিকে তাকাই।
============================


সম্পদ দাস
প্রযত্নে নীলকমল দাস
পোষ্ট বেলডাঙ্গা
বেনিয়া পাড়া
জেলা মুর্শিদাবাদ

No comments:

Post a Comment