জয়ীতা ব্যানার্জী গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

জয়ীতা ব্যানার্জী গোস্বামীর কবিতা

মেঘবেলা

------------------


(১)

কতদিন হয়ে গেল যাতায়াত কমেছে গানের
চিলেকোঠা মরশুম অতখানি নজরে পড়েনা
বিকেল বেলার মতো অবসর দোল খায় । মেঘ
বয়েস বেড়েছে বলে স্বরলিপি লেখেনা তেমন
অথচ কীভাবে যেন কথাগুলি জড়ায় সেতারে
সাঁঝবেলা জোনাকীরা উঠোনে গালিচা পেতে বসে

অনায়াস ইমন'র স্বর থেকে উঠে আসো তুমি !
আঙুলের দায় ভুলি । সুরে বাঁধি কোমল তেহাই

(২)

তার চার ভাগে এক ভাগ ঠোঁট , তিনভাগ ডানা
বাসার খোরাক শেষ ভাগে

কাচের লিরিক ছুঁয়ে আলোদের চলাচল । কথা
আঙুলের ঘেরাটোপ পেরিয়ে ছায়ায় মাথা রাখে

ভঙ্গুর বৃষ্টিরা
মেঘের ঠিকানা লেখা আকাশবাড়ির গায়ে
জানালার নাম করে শপথের পর্দা ওড়ায়

********************

জয়ীতা ব্যানার্জী গোস্বামী
নতুনচটি , বাঁকুড়া -৭২২১০১

No comments:

Post a Comment