তরুনার্ক লাহার ছড়া ও ছড়াক্কা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

তরুনার্ক লাহার ছড়া ও ছড়াক্কা

১) ছড়া

মেঘায়ন


মেঘ ডাকে গুড় গুড় জল পড়ে গুড়ি গুড়ি
আকাশের গায়ে বুঝি মেঘ দেয় সুড়সুড়ি।
দুমদাম দুড় দাড় বাজ পড়ে কড়কড়া
পাজি মেঘ পেঁজা মেঘ গড় গড় পড়ে ছড়া।
জল ভরা মুখ নিয়ে মেঘগুলো দেয় পাড়ি
সব জল ঢেলে দিয়ে যেতে হবে যেন বাড়ি।
লোকমুখে শুনেছি মেঘেদের ছানাগুলো
খেলায় মত্ত তারা গায়ে মাখে রঙ কালো।
কড় কড় বাজ পড়ে বুঝি কেউ ডাকে নাক
মেঘেদের ছানারা করে বুঝি হাঁকডাক।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় ধমকায়
গুরু গম্ভীর সুরে বলো কে গান গায়?
শনশন বাতাসের ভারমুখে এতো বেগ
বাতাসের টানে ছোটে কচি কুচো বুড়ো মেঘ।
***


২) ছড়াক্কা

বাদল


হুড়মুড়িয়ে নামল বাদল ঘরের উঠোন জুড়ে
বাজ পড়ে ভাই কড়াৎ কড়াৎ
মারছে চাবুক সড়াৎ সড়াৎ
মেঘগুলো আজ উপুড় হয়ে
জল ঢালে ঐ নুপুর পায়ে
বৃষ্টিরা সব মুক্তো হয়ে পড়ছে ঝরে ঝরে।
***


৩) ছড়াক্কা

মেঘ সঙ্গীত


মেঘ চলেছে মেঘের দেশে সঙ্গে মেঘনী
পিঠের উপর কিসের বোঝা
যাচ্ছে নাতো কিছুই বোঝা
মেঘ ছানারাও সঙ্গে চলে
গুড় গুড় গুড় কথা বলে
তাদের ভাষায় উঠছে ফুটে নতুন রাগিনী ।
***



তরুনার্ক লাহা
গ্রাম +পোষ্ট বেলিয়াতোড়
জেলা বাঁকুড়া

No comments:

Post a Comment