সোমা ভারতীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সোমা ভারতীর কবিতা

বানভাসি




একদিন সে এসেছিল
পান্থপাখির মত সুদূরপিয়াসী,
আমি তখন পথভিখারি
কানাগলির ধারে সন্ধ্যারাগের বাঁশি।

জলতরঙ্গে ঢেউ তুলে সে
আমায় নিয়ে চলল দূরে,
শূন্যপুরে ঘুরে ফিরে
সেই মেঠো পথের ধারে।
ছলাৎছলাৎ ছন্দে যেথায়
দাঁড় টেনে যায় মন,
নিয়ম ভাঙার অলীক খেলায়
অবুঝ আয়োজন।

আকাশপট নীল দোয়াত
খোলা চিঠি লেখে মেঘ,
দুরন্ত বাতাস ডাকহরকরা,
নদীর বুকে বন্য আবেগ।
আকুল প্লাবন তোলে ঢেউ
দিগন্তপ্রসারী দুর্নিবার,
ভালোবাসাবাসির খেলায় যেন
চুপিসারে তার অভিসার।

ছিপ ফেলা সেই ডোবায় মন
মাছরাঙা নীল খোয়াব,
বুড়ো অশথের পাতায় জমা
শুধু মিছে খরচের হিসাব।
বৃষ্টিভেজার বেলা চলে যায়
হাঁটুজল কাঁপে থরোথরো,
নিরন্ত কালো রাত্রির তোরণ
নির্বাপিত জোনাকির আলো।

তবুও মেঘময় প্রহর এলেই
বানভাসি স্রোতে ভেসে চলা,
বালুচরে মন শামুকখোল
দিনান্তে খেলা ভাঙার খেলা।
=======================

No comments:

Post a Comment