তমোঘ্ন নস্করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

তমোঘ্ন নস্করের কবিতা

আমার শ্রাবণ মেঘ



বাইরে ঝিরঝিরিয়ে বৃষ্টি
মনের ভিতর শ্রাবণ মেঘ
পুঞ্জীভূত হয়ে মুষলধারে
বৃষ্টি নামলো স্বপ্নপাড়ায়.

চিত্রপাড়ার মোড়ের মাথায়
রমরমিয়ে বিকোচ্ছে তেলেভাজা
ময়রা পাড়ার মেয়ে বউ
কাপড় এঁটে বসেছে পাকে....
ঘন তাজা সুমধুর বর্ষণে

জননীর ফুটিফাটা বুক ভরে এলো কানায় কানায়
অতৃপ্ত আত্মার শান্তির মতো করে
রেডিও চ্যানেল গুলোয় তখন জীবন্ত মান্না দে , কিশোর কুমার...
সিগনাল এ আটকে হাজার হাজার গাড়ি আর অগুনতি যুগল পদ......
ড্রেনের জলে ধুয়ে যাচ্ছে ....
ভিজে যাচ্ছে শরীর অপ্রত্যাশিত এর -ওর ছাতার কোনবেয়ে ঝরে
আসা জলে .....

দলছুট স্কুলপড়ুয়ারা বরবাদ হতে চায় দুহাতে বৃষ্টি মেখে ,প্রেমিক সারা শরীরজুড়ে.....
আর ফুটপাথবাসী কম্বল গুটিয়ে শুতে চায়....ওদের ভীষণ কষ্ট হয়
মাঝরাতে, ভোরবেলা.....
-------------/////-------------


নাম-তমোঘ্ন নস্কর
গ্রাম- চুনারপুকুর
পোস্ট-বকুলতলা হাট
থানা-জয়নগর
জেলা-দক্ষিণ 24 পরগনা,

No comments:

Post a Comment