আরিয়ান প্রিয়স (পাল) এর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

আরিয়ান প্রিয়স (পাল) এর কবিতা

বৃষ্টি হয়ে আয়




হালকা করে পাল ছেড়ে দিই, তীরেই বাধা তরী
সেই রাত্রি বড়ই চেনা, থাকতে পারে শর্বরী।

বাতাস শুধু ছুটছে এমন লোক দেখানো মাসে –
হাসবো তখন বন্ধু যদি বৃষ্টি নিয়ে আসে ৷

দিন চলেছে একলা মতে, মেঘে দারুন সুদূর পাহাড়,
সন্ধ্যে শীতল আঁধার হতে বিশ্রামে চাই হিমের বাহার ৷

দরজা খোলার শব্দ হতে ... তৈরি বরফ গ্লাসে...
খুলবো ঢাকা বন্ধু যদি বৃষ্টি নিয়ে আসে।

বছরটাকে কাটিয়ে নেবো,পুজোর বাকি কয়েকমাস,
রাতের হাওয়া ঝাপটা মারে গাছেই ছড়ায় দীর্ঘশ্বাস ৷

আমরা তবু আয়না ভুলে মেতেছি উল্লাসে –
কড়া নাড়ায় অানন্দ, বন্ধু যদি বৃষ্টি নিয়ে আসে...

*সঙ্গে কিছু বৃষ্টি হোক*

আরিয়ান প্রিয়স(পাল)

আঁধার ভেজা মেঘলা শীত,
মাঝ আকাশে হচ্ছে ক্ষয়৷
তারার চোখে জ্বলছে রাত
স্পর্শ পেতে লাগছে ভয় ৷৷

ধোঁয়ায় ভরা কফিন রাত,
সঙ্গে কিছু বৃষ্টি হোক৷
গিটার তারে সুর ধরেছি
মৃত্যু যেন মিথ্যে শোক ৷৷

ঘুমের মাঝে জাগতে পারি
ধূসর মেঘে ডুবছে রোদ৷
ঘাসের দাঁতে রক্ত জমাট ,
স্বপ্ন পুড়ে জমছে ক্রোধ ৷৷

চর্ম রসে ভিজলে দেহ
সঙ্গ দোষে অত্যাচার।
ঠোঁট কামড়ে ধরছি যাকে
দুল বাঁধনে কর্ণধার

লালচে মাটি মেঘ ডেকেছে,
ভাসছে চোখে মিষ্টি পাপ ৷
তৃষ্ণা দোষে শির ছিঁড়েছে
থাকলে কিছু শুধরে যাক ৷৷
=====================


আরিয়ান প্রিয়স( পাল)
৯৪ ডি ডি মন্ডল ঘাট রোড,
দক্ষিনেশ্বর, কলকাতা-৭৬

No comments:

Post a Comment