অনুরূপা পালচৌধুরীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

অনুরূপা পালচৌধুরীর কবিতা

কথিত মৃত্যু ও জলজ আবদার

------------------------------------------


কয়েকটা মেঘবাসর।আপাত কাশফুল মধু

আঁঠালো ঠোঁটের গুহামুখ : আগুন চোষে

হয়তো ভুলে যাওয়া মধ্যতলের নাভিচ্ছেদ

ক্রমশঃ জলভাঙা শামুকতন্ত্র → জন্মান্ধ বর্ষার বরাদ্দ মূলদেহ

অবারিত বৃষ্টিলাশ পরবর্তী নোনামাটির মধ্যরাত

ভিজে যায় মরুভূমির উলঙ্গ চোখ।চোখেরভুল।ক্ষয়িত ভুলের সমাধিকক্ষ।

আমি তখনো সাজাই বাসি মেঘের নিষিদ্ধ জলোৎসব

======================================

No comments:

Post a Comment