শুক্লা মালাকারের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

শুক্লা মালাকারের দুটি কবিতা

*পাহাড়ে এক বৃষ্টির দিনে*




উপত্যকার চোরা খাঁজ বেয়ে উঠে আসছে

বজ্র মাখা মেঘ

তীব্র গতিতে ছেয়ে ফেলছে

রোদচশমা পরা পাহাড়ের আনাচ কানাচ

দূরে শিখরের স্বচ্ছ বিন্দু থেকে

উড়ে আসা হাওয়ায় নাম না জানা গাছেদের সংলাপ

খাদের কিনারায় দাঁড়িয়ে দেখি

কি আশ্চর্য ভাবে ভেসে যাচ্ছে একটা ঝকঝকে দিন

মাইল মাইল মেঘের ক্ষেতে অনায়াসে

মুখ লুকোলো অগুনতি শিখর

ভিজছে পাহাড়, টিলা, পাইনের বন

ধোঁয়া ওঠা কফির কাপে নতুন শীতলতা

মুহুর্তে ঝাপসা বাঁকে হারিয়ে গেল অচেনা রেইনকোট

মেঘ বৃষ্টির বার্তালাপ ছুঁয়ে

নুইয়ে পড়া পাহাড়ের কোলে পৌঁছতে চাইছে যে চিল

তার পাখায় পাখায় ভেজার আনন্দ



এই ভেজা ভেজা পাহাড়িয়া দুপুরে, হাসিমুখে,

একতারা হাতে পেরোতে চাই আমার পূর্বজন্ম।




*ফুটপাত*




ফাটা ফুটো প্ল্যাস্টিক

ছোট ছোট খোপ

টানা ফুটপাত জুড়ে

হাজার জীবন উদোম

সব ব্যক্তিগত।

যেদিন আকাশ ছাইরঙা

ঝাপসা পথ সজল কার্পেট

খসে পড়ে ছেঁড়া সংসার

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে কবি

খাতায় মেলে শ্বব্দের ডানা

বৃষ্টিতে স্যাঁতসেঁতে ফুটপাত

ইতিহাসহীন, চোখে আঁকে

ঝুলে থাকা রঙিন বিজ্ঞাপন।

=========================



শুক্লা মালাকার

No comments:

Post a Comment