দেবব্রত সেনের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

দেবব্রত সেনের কবিতা

আমি কি তোমার কেউ নই




আমি কি কেউ নই তোমার
আলিঙ্গনের মজা থেকে সরে আসতে চায় না মন
পৃথিবীর সভ্যতা বিবর্তনেও
শান্তি যত তোমার কাছে, তোমার আচল ছোঁয়ায়

দেখতে পাচ্ছে নীলাভ হয়ে আসা আকাশে
ভাসো ভাসবো মেঘবৃষ্টি মালা
রাশি রাশি জলবিন্দুর স্পর্শ যেন একটা মায়া বন্ধন
ভালো বাসাবাসি আর চুম্বকের প্রেমাকর্ষন তো আছে
সুমিষ্টি যে তোমার গাল, স্ফুলিঙ্গ প্রনয়ে মন

জুড়ি মেলা ভাড়, জোড়া শালিকের যুগল
বৃষ্টি ভেজা মাটির গন্ধে খাবারের খোঁজ
প্রেম কাহিনী অবিরল

বইছে বাতাস বৃষ্টিরা নাচছে উদাসী মনে
আমি তখন কোলবালিশে
মাথা দিয়েছি পেতে, নতুন নতুন আনমনা রঙিন স্বপ্নে
তখন কৃষকেরা শান্ত মনে করছে কাজ মাঠে ফসল বোনাবোনি

স্বাধীনতা এসেছে জোয়ার, লাঙল হয়েছে ইতিহাস
প্রগতিশীল দুনিয়ার ঘাম ঝরা প্রশ্নের হাজার কলতান

দ্যাখো ঐ দুরে অদুরে প্রান্তরে ফসলি জমি
ভরেছে তোমার আভাস দিনের পালাবদল

তোমার মাটি আকাশ বাতাস প্রকৃতি
আমি তোমার সৃষ্টি .......।।

============================

No comments:

Post a Comment