অশেষ কমল গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

অশেষ কমল গোস্বামীর কবিতা



  বৃষ্টি



তুই আসবি!
ঝমঝম বাজবে আমার উঠোন....

আমিও নাচবো খুব
আমিও ছড়িয়েদেবো বীজ

চিকন রোদ্দুরে আমার আকাশ জুড়ে
রামধনু আঁকি বুকি....

বড্ড ভয় হয় আজ;
রাত শেষে ফিরে ফিরে আসে
মনখারাপের ভোর  !

আমার উঠানের পথ
আজ বড্ড পিচ্ছিল
শ্যাওলা আর আগাছার জঙ্গলে
আমিও আকন্ঠ  গেছি ঢেকে

আকাশ পথে চাওয়া হয়নি বহুকাল
দেখা হয়নি মেঘ আলোর লুকোচুরি

কাঠফাটা রোদ্দুরে ফ্যাকাশে আমার আকাশ

তুই আসবি মরা শ্যাওলার পাশ কাটিয়ে
বৃষ্টি?
আগাছার জঙ্গলে ফেলে যাবো
দুএকটা বীজ,দুজনায়....

তোর অবিরাম ঝরে পড়া
তোর অবিরাম রুমঝুম
আর চিকন আকাশের রামধনু

বড্ড স্বপ্ন দেখি আজকাল....
বৃষ্টি.........?

=====ooo=====

@ অশেষ কমল গোস্বামী

No comments:

Post a Comment