ভাস্কর আচার্জ্জীর লিমেরিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

ভাস্কর আচার্জ্জীর লিমেরিক

**** বর্যা ঠাকুমা *****



পাহাড় দাদুর পেটটি মোটা নাচে ধিন ধিনা ধিন ধিন
সবুজ ধূতি গেছে খুলি টাক কেমন বাড়ছে দিন দিন।
বৌ আসবে আদুল গায়ে
চুমু খাবে জড়িয়ে নিয়ে
ব্যাঙ খুড়িমা শাঁখ বাজাবে আর মাসী চামচিকিতে বীণ।






****** মেঘ-বারণ ******



পল্টু মামা ঘাপটি মেরে ছিপটি ফেলে নদীর পারে বসে
কোথা হ'তে এক কৃষ্ণ বারণ চাপলো মাথার 'পর এসে,
আষাঢ় শ্রাবণ
বরুণ বারণ-
ইয়া বড় শুঁড় বরুন বারণ, মামা দৌড় লাগলো কোষে।

=================================



Bhaskar Acharjee
Pandveswar DVC More
33/11KV Sub-Station Colony
Qtr. No.:- Co1
P.o+P.s:- Pandaveswar
Dist:- West Burdwan

No comments:

Post a Comment