অমিত পাটোয়ারী্র কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

অমিত পাটোয়ারী্র কবিতা




বৃষ্টি শিলার বোতাম



অল্প কয়েক ফোঁটা
আর অনেকখানি ভেজা
সেই নামেই ডাক দিয়েছি
বৃষ্টির দিনে সে যা -

          বৃষ্টি হলে শরীর
          শীতলপাটি পাতা
          ঠান্ডা হলে স্তবক
          বই-বালিশে মাথা

ও মেঘ তোর দন্দ্ব
মিটলে পরে নামিস
বাইরে এলাম তবে
অনন্তপথগামী

          রাস্তা নিয়ে খেলা
          পদ্মপাতায় বিন্দু
          একচালে মাত করবে
          আমার যত নিন্দুক

জুয়ায় হেরে গেলে
সুতোয় বোতাম বোনা
বৃষ্টি-শিলার বোতাম
শিলার ভেতর সোনা

          শিলা যখন জল
          গাছের গোড়া ভিজুক
          আমার যে বোন , শিমুল
          উড়ন্ত দিন। সুখ

উড়বে হাতে পেলে
শিশির দিয়ে কেনা
প্রথম রঙের প্যালেট
কাওকে লাগবেনা

          আঁকতে আঁকতে বিকেল
          বাষ্পীভবন পেলে
          জন্ম নেবে একা
          শিমুল তুলোর ছেলে

হাঁটতে হাঁটতে দুজন
গাছের তলায় শুয়ে
বন্ধ করে ছাতা
শরীর নেবে ধুয়ে

          অল্প কয়েক ফোঁটা
          মাটির মধ্যে মিশে
          জানান দেবে ধুলো
          অক্ষরে - বালিশে ।।

=======০০০========

No comments:

Post a Comment