মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

মোনালিসা পাহাড়ীর কবিতা

হৃদয় ধারা



মেঘের পরে মেঘ জমছে যখন
বর্ষা রানীর উদ্দাম নাচ তখন।
কাঁচের গায়ে বৃষ্টি কণা ঝরে
আলতো পরশ হৃদয় পুরের ঘরে।
বাঁধ ভাঙছে বাণ ডাকছে সেথা
চোখের আকাশ আবছা হচ্ছে হেথা।
পাতার বেড়া উপচে কাজল ভাসে
গাল পেরিয়ে ঠোঁটের কোণে আসে।
ঠোঁটের সীমা টপকে জিভের দেশে
লোনা জলের পরশ খানি মে‌শে।
আকাশ পুরের সঙ্গে পাল্লা করে
হৃদয় পুরও কাঁদছে অঝোর ঝরে।
খানিক পরে বর্ষা হল চুপ
আমি তখন কান্না জলে ডুব।
মনের মেঘ যেই কাটলো আবার
আকাশ আলোয় হৃদয় আলো ।




মোনালিসা পাহাড়ী
প্রযত্নে - চন্দন দাস
মনোহরপুর
গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর,৭২১৪৫১

No comments:

Post a Comment