কেন কাঁদিস
আকাশ জুড়ে মেঘের ঘটা
আলু থালু হাওয়া
বাঁশের পাতার শিরশিরানি
জলে আকাশ ছাওয়া।
ঝমঝমাঝম বৃষ্টি নামে
আকাশ ফুটো হয়ে
গুরু গম্ভীর মেঘের ডাকে
বাচ্চা কাঁদে ভয়ে ।
রাস্তা ঘাটে জল থই থই
গরু বাছুর ডাকে
খর কূটো সব গেল বয়ে
কে আটকাবে তাকে ?
ও মেঘ এত কাঁদিস কেন বল
কে দিয়েছে ব্যথা তোর মনে?
বুক ফেটে তোর আগুন বেরোয়
কেন ক্ষনে ক্ষনে ।
আমার দুচোখ জুড়ে ভরা নদী
তবুও কাঁদি নারে......
আমার বুকের আগুন বুকেই জ্বলে
দেখাব আর কারে?
এখানে সব আপন আপন
কষ্ট দিতে আসে
তোর দুনিয়া অনেক ভাল
তোকে সবাই ভালবাসে।
আর কাঁদিস না, মুখ করিসনা ভার
ভাল থাকিস আকাশ কে ভালবেসে
মাঝে মাঝে একটু বসিস
আমার কাছে এসে ।
ভাল থাকিস আকাশ কে ভালবেসে........
ভাল থাকিস আকাশ কে ভালবেসে......
==============================
==============================
26-7-17
Manisha Kar
459/20 Katra Dhanpath Rai
Azadpur
Delhi-33
9711839955
No comments:
Post a Comment