সুদীপ্ত মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সুদীপ্ত মণ্ডলের কবিতা

তোমার চোখে বৃষ্টি দেখি




তোমার চোখে বৃষ্টি দেখি
তারায় তারায় আজ
বর্ষা নামুক ঘন ঘোর
কলকাতা আজ ভেসে যাক
তরুনী বর্ষা এসে ভিজিয়ে দিক
যত শুকনো গাছেদের,পাতাদের
আকাশ যতই চমকাক
ভয় পাব না আর
নিম্নচাপের ভ্রুকুটি থোরাই কেয়ার
আমার আগুন বুক ভেজে
তোমার চোখের জলে বৃষ্টিতে
তোমার চোখের তারায় তারায়
ঘনঘোর বর্ষা নেমেছে।


সেদিন ছিল এমন বৃষ্টিদিন

সেদিন ছিল এমন বৃষ্টিদিন
নিজেকে তুমি খুলেছিলে
একেক করে
আমিও তোমার সামনে নিজেকে
মেলে ধরেছিলাম
আমার সব আগুন অনায়াশে গিলে খেয়েছিলে বুভুক্ষু হয়ে
আমার শরীরে তখন ঘোর বর্ষা
এখনও বৃষ্টি এল বটে
বর্ষা এলনা ঠিক মন জুড়ে
তুমি নিজেকে বড় ঢেকে রেখেছো
আমার আবছায়া স্মৃতি জুড়ে যদিও
ঘনঘোর বর্ষা নামছে।

-- -- -- -- -- -- --


SUDIPTA MONDAL
M/s Indifabes overseas Pvt Ltd
27,shakespear sarani
kolkata -700017
tele 8981681965

No comments:

Post a Comment