তপন মুখোপাধ্যায়ের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

তপন মুখোপাধ্যায়ের ছড়া

বর্ষাবিচিত্রা



আকাশজুড়ে বর্ষা এখন
নদীর বুকে ইলশেগুঁড়ি ,
চারদিকেতে ঘন আঁধার
জানলা দিয়ে নজর চুরি ।

হাটখোলা সব দরজাগুলো
জল থইথই পুকুরঘাট,
আমলকী বন ধ্যানে বসে
মাঝে মাঝেই বজ্রপাত ।

ইলশেগুঁড়ি ইলিশ টানে
হৃদয় টানে তোমার মুখ ,
স্মৃতির পাতায় হাসছো তুমি
মনের পাতায় ভীষণ দুখ ।

করুণ সুরের রাগিনীতে
আছো তুমি মনটি জুড়ে ,
বাইরে এখন অঝোরধারা
খাচ্ছে স্মৃতি কুরেকুরে ।
--------- ০০০--------


Tapan Kanti Mukherjee ,
Swapnasandhani ,
Ward No.4, Arambagh ,
Dist.- Hooghly ,

No comments:

Post a Comment