Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রশান্ত সেনের কবিতা


।। একটি পরিচয় বৃত্তান্ত ।।



"I know that I shall meet my fate
Somewhere among the clouds above"
- W. B. Yeats
("An Irish Airman Foresees His Death")


দিনের আলো হচ্ছে যখন হবে মাত্র ফিকে,
অজান্তে চোখ পড়ল আমার কুমারীটির দিকে।
#
এলোচুল তার উড়ছে হাওয়ায় একটুকু আনমনে---
আমায় দেখেই মুচকি হাসি বাঁকা ঠোঁটের কোণে।
#
মেঘে মেঘেই ঢাকা শরীর ফ্রকজোড়া তার আকাশ,
দূরের থেকেই বলেছি, 'মেঘ, আমার দিকে তাকাস---'
#
মেঘ তো তখন আপনভোলা, খামখেয়ালি মতো,
বৃষ্টিতে সে বেঁধাল তির : আমার বুকে ক্ষত!
#
কী জানি কী হল মনে, চোখে চোখের কথা,
কাজল আঁকা চোখের কোলে কী সে গভীরতা!
#
আমি তখন আমাতে নেই, মেঘের জন্য ব্যস্ত---
পশ্চিমকোণে দিগন্তান্তে সূর্য গেছে অস্ত।
#
সূর্য যখনই অস্তাচলে মেঘের পোয়া বারো,
গোধূলির সেই ম্লান আলোকে রূপটি খোলে আরও।
#
হালকা সোনালি তিক্ত রোদ খেলে মাথার চুলে
'নামটা কী তোর? থাকিস কোথায়? পড়িস কোন্ স্কুলে?'---
#
সাহস করে বলেই দিলাম, বলতে যা চাই আমি;
আসলে কথা রইল বাকি; বলতে গিয়ে ঘামি...
#
আবার সে-এক স্মিত হাসি, নাড়িয়ে যে দেয় মন
দারুণভাবে ভিজিয়ে শরীর বৃষ্টি এল তখন।
#
উত্তর হায় এর না আর, টায় ভিজতেই থাকি
ভিজতে ভিজতে রইল কি আর এত্তটুকু বাকি?
#
ভিজতে তো বেশ ভালোলাগে, ভালোই লাগে আমার
বৃষ্টি নামুক মুষলধারে, দরকার নেই থামার...
#
ভিজছি যখন ঐ মনে তার হলই বুঝি মায়া---
দিলে আমায় ছোট্ট ছাতার একটুখানি ছায়া।
#
দুটি মাথা, ছোট্ট ছাতা, অল্প পরিসর
গায়েই যে গা লাগিয়ে দিলে উন্মাদিনী ঝড়।
#
বাঁধন-ছাড়া চুলগুলো সব মুখের ওপর এসে
করছে খেলা খোলামকুচি আমায় ভালোবেসে।
#
একটু পরেই বৃষ্টি থামে। অমনি কাটে মেঘ।
'করেছি ভুল, কী ভুল! কী ভুল!'--- মেয়েলি আবেগ।
#
দারুণ লাজে আরক্ত মুখ ওড়না দিয়ে ঢাকে;
ছুট্টে চলে যায় সে শুধু স্মৃতিই পড়ে থাকে।
বৃষ্টি গেছে থেমে। তবু সুবেদী এই নাকে
সিক্ত মাটির সোঁদা সোঁদা গন্ধ লেগে থাকে।

**************************************


©প্রশান্ত সেন
ফ্ল্যাট ই/৩, চতুর্থ তল,
ঝিলিক অ্যাপার্টমেন্ট,
নজরুল পার্ক, পূর্ব নারায়ণতলা, থানা - বাগুইআটি, ডাক - অশ্বিনীনগর,
কলকাতা - ৭০০ ১৫৯


মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩