সজল কুমার টিকাদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সজল কুমার টিকাদার

ভিজতে ভিজতে




একটা বেয়াড়া বৃষ্টি আমাকে
হাতধরে নিয়ে যায় মাঠে।
যেখানে ফোটা ফসলের পতাকা তার
উড়ে উড়ে সগর্বে বলে,
'আমার দেশ !'

আমি ভিজতে থাকি তার সে নিবিড় ছোঁয়ায়।
সে-ও কি ভেজে?

তারপর ভিজতে ভিজতে,ভিজতে ভিজতে...
কখন সে দেশ যেন
আমার হয়ে যায়।


-----------------------------------------------------------------------
সজল কুমার টিকাদার
প্রযত্নে-বিষ্ণুপদ সরকার
বসন্তপুর মোড়
ওয়ার্ড নং-৫
ডাক-আরামবাগ
জেলা-হুগলি

No comments:

Post a Comment