মিনতি গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

মিনতি গোস্বামীর কবিতা

বৃষ্টি পড়ুক ঝরে



ঈশান কোণে মেঘ জমেছে নামুক এবার বৃষ্টি
শীতল হোক তপ্ত ধরা জেগে উঠুক কৃষ্টি।

আঁধার পৃথিবী থমকে আছে নতুন কোন আস্বাদনে/
মাঠে মাঠে পড়বে সাড়া জ্বলবে আলো গৃহকোণে।

আকাশভাঙা বর্ষণে আজ ভেজা মাটির ঘ্রাণ
নতুন উদ্যমে জাগছে আজ কৃষক ভাইয়ের প্রাণ।

কদম গন্ধে উতলা বাতাসে বিরহিনী চায় দূরে
উড়ন্ত বকেরা জানি না কেন শূন‍্যে বেড়ায় ঘুরে।

হারানো স্মৃতিকে খুঁজে কি পাবো আষাঢ়ের জলধারায়/
সব পেয়েছির দেশে মন জানিনা কেন হারায়।

বৃষ্টি তবু পড়ুক ঝরে ঝড়ুক অজস্রধারায়
আঙুল তুলুক নতুন সুর মনের একতারায়।
===============================


ঠিকানা
মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা-বর্ধমান
পোস্ট-নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান

No comments:

Post a Comment