Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গ্রন্থ আলোচনাঃ 'শুনি পদধ্বনি' -- কান্তিলাল দাস ।। আলোচকঃ পিন্টু অধিকারী



শুনি পদধ্বনিঃ ভ্রষ্ট জীবনে চেতনার ছায়াপথ পিন্টু অধিকারী



 'শুনি পদধ্বনি' কবি কান্তিলাল দাসের এক অনবদ্য শিল্পসত্তার কব্যিক সম্ভার যার প্রত্যেকটি কবিতা পাঠন্ত কবিকে নিয়ে যায় ধর্ম শিক্ষা , নীতি শিক্ষা, পাপ পুন্য সামজ্ঞস্য বোধের সেই সাহিত্য বাসরে যেখানে দাঁড়িয়ে পাঠক
সহজেই চিনে নিতে পারে ভ্রষ্ট জীবনে চেতনার ছায়াপথ ।
কবিকে ধন্যবাদ সেখানেই - ধৈর্য্য, প্রতীক্ষা ও সংযমের যে কাব্যরূপ তিনি বর্ণদানায় অঙ্কন করেছেন তা ব্যক্তিগত জীবন ও জগতের মাঝে একটা সেতু রচনা করে । গভীর অনুভূতির মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করে । চিন্তার জগত ও কল্পনার জগতের মাঝে সমন্বয় সাধন করে । যার পদধ্বনি পাঠক ও সমাজ যে ভ্রষ্ট পথেই থাক না কেন ঘন্টা, আওয়াজ, সিগন্যাল সব একত্রিত করে চেতনার দ্বারি হয়ে দাঁড়ায় যা কবিকে ও তাঁর কাব্যগ্রন্থকে স্বার্থকতায় তুলে ধরে । যেমন - ''প্রতিটা নম্র ভোর জীবন কে ডেকে নিয়ে যায় ;'' / ''কেবল বৃষ্টিই পারে মাটির অনুপম ঘ্রাণে হৃদয় প্রকষ্ঠ খুলে দিতে'' / যে মানুষ ব্যবহৃত হয় ; জীবনের আঘ্রাণ তার থেকে দূরে থাকে সহস্র যোজন"/ "হনন বিদ্যা কে শেখালো মানুষ তোমাকে ? উত্তর আকাশে দেখো ; প্রশ্ন চিহ্ন ঝুলে রয় সপ্তর্ষিমন্ডলে "/ "মৃত সব ইচ্ছাগুলি আমিও ওড়াতে চাই "/ "এ পৃথিবী মহা ডাক ঘর ; প্রতিটি মানুষ চিঠি , বার্তা বুকে নিয়ে সমতলে, সমুদ্রে পর্বতে কেবলই বেড়ায় ঘুরে ; পড়ে নিতে হয় "।
বাস্তবিক এই কবিতায় কবির আত্মউপলব্ধি এক বিরামহীন আত্মদীক্ষার ভাষ্য বা জীবনদর্শনও বটে। জীবনের এই ডাকঘরে যা কিছু জীবনীয় রসদ তা আমাদের জীবনে ভাবের বৈচিত্র নিয়ে আসে মণি ও মুক্তোদানার মতন, আর তাতে চেতনা বিশুদ্ধ হয় ।
প্রণাম কবিকে এই হৃদয়হীন, নির্বিবেকী জীবন যাপনের সঠিক গতিময়তার প্রভেদটাই এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন যে জীবনের সাথে আরেক জীবনের কোনো ভেদাভেদ এখানে নেই । অন্তরের বাইরের সমস্ত কোলাহল থেকে নিজেকে মুক্ত করলে তবেই প্রতিটি মানুষের জীবনে এক বিশুদ্ধ চেতনার পদধ্বনি অনুরণিত হবে যা এক অপার মুগ্ধতার বার্তা বয়ে আনবে এ শুধু কবির একার বিশ্বাস নয় এ আমাদেরও বিশ্বাস।

 =======================
শুনি পদধ্বনি 
 কবি কান্তিলাল দাস


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল