Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গ্রন্থ আলোচনাঃ 'শুনি পদধ্বনি' -- কান্তিলাল দাস ।। আলোচকঃ পিন্টু অধিকারী



শুনি পদধ্বনিঃ ভ্রষ্ট জীবনে চেতনার ছায়াপথ পিন্টু অধিকারী



 'শুনি পদধ্বনি' কবি কান্তিলাল দাসের এক অনবদ্য শিল্পসত্তার কব্যিক সম্ভার যার প্রত্যেকটি কবিতা পাঠন্ত কবিকে নিয়ে যায় ধর্ম শিক্ষা , নীতি শিক্ষা, পাপ পুন্য সামজ্ঞস্য বোধের সেই সাহিত্য বাসরে যেখানে দাঁড়িয়ে পাঠক
সহজেই চিনে নিতে পারে ভ্রষ্ট জীবনে চেতনার ছায়াপথ ।
কবিকে ধন্যবাদ সেখানেই - ধৈর্য্য, প্রতীক্ষা ও সংযমের যে কাব্যরূপ তিনি বর্ণদানায় অঙ্কন করেছেন তা ব্যক্তিগত জীবন ও জগতের মাঝে একটা সেতু রচনা করে । গভীর অনুভূতির মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করে । চিন্তার জগত ও কল্পনার জগতের মাঝে সমন্বয় সাধন করে । যার পদধ্বনি পাঠক ও সমাজ যে ভ্রষ্ট পথেই থাক না কেন ঘন্টা, আওয়াজ, সিগন্যাল সব একত্রিত করে চেতনার দ্বারি হয়ে দাঁড়ায় যা কবিকে ও তাঁর কাব্যগ্রন্থকে স্বার্থকতায় তুলে ধরে । যেমন - ''প্রতিটা নম্র ভোর জীবন কে ডেকে নিয়ে যায় ;'' / ''কেবল বৃষ্টিই পারে মাটির অনুপম ঘ্রাণে হৃদয় প্রকষ্ঠ খুলে দিতে'' / যে মানুষ ব্যবহৃত হয় ; জীবনের আঘ্রাণ তার থেকে দূরে থাকে সহস্র যোজন"/ "হনন বিদ্যা কে শেখালো মানুষ তোমাকে ? উত্তর আকাশে দেখো ; প্রশ্ন চিহ্ন ঝুলে রয় সপ্তর্ষিমন্ডলে "/ "মৃত সব ইচ্ছাগুলি আমিও ওড়াতে চাই "/ "এ পৃথিবী মহা ডাক ঘর ; প্রতিটি মানুষ চিঠি , বার্তা বুকে নিয়ে সমতলে, সমুদ্রে পর্বতে কেবলই বেড়ায় ঘুরে ; পড়ে নিতে হয় "।
বাস্তবিক এই কবিতায় কবির আত্মউপলব্ধি এক বিরামহীন আত্মদীক্ষার ভাষ্য বা জীবনদর্শনও বটে। জীবনের এই ডাকঘরে যা কিছু জীবনীয় রসদ তা আমাদের জীবনে ভাবের বৈচিত্র নিয়ে আসে মণি ও মুক্তোদানার মতন, আর তাতে চেতনা বিশুদ্ধ হয় ।
প্রণাম কবিকে এই হৃদয়হীন, নির্বিবেকী জীবন যাপনের সঠিক গতিময়তার প্রভেদটাই এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন যে জীবনের সাথে আরেক জীবনের কোনো ভেদাভেদ এখানে নেই । অন্তরের বাইরের সমস্ত কোলাহল থেকে নিজেকে মুক্ত করলে তবেই প্রতিটি মানুষের জীবনে এক বিশুদ্ধ চেতনার পদধ্বনি অনুরণিত হবে যা এক অপার মুগ্ধতার বার্তা বয়ে আনবে এ শুধু কবির একার বিশ্বাস নয় এ আমাদেরও বিশ্বাস।

 =======================
শুনি পদধ্বনি 
 কবি কান্তিলাল দাস


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত