শ্রেয়সী পোদ্দারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

শ্রেয়সী পোদ্দারের কবিতা

**বৃষ্টি দিও তাকে**




যে মনে রয়েছে বিষাদ হাজার,
ডুবেছে যে মন নদীর বাঁকে,
ও মেঘ আজ আবার করে-
বৃষ্টি দিও তাকে!

যে মন ভেঙেছে পাহাড় চড়াই,
তবু পড়েছে গভীর খাদে,
ও মেঘ আজ আবার করে-
বৃষ্টি দিও তাকে!

যে মন এঁকেছে স্বপ্নালোক,
তবু সূর্য ওঠেনি তার কোলে,
ও মেঘ আজ বৃষ্টি দিও,
যদি সেও আজ দুঃখ ভোলে!

যে মন রয়েছে একলা ঘরে,
চার দেওয়ালে ঢেকে,
ও মেঘ আজ আবার করে-
বৃষ্টি দিও তাকে!

যে মন এঁকেছে রামধনু-রং,
ভেসেছে প্লাবন জলে,
কিছু বৃষ্টি তাকেও দিও,
মেলে ধরা ওই আঁচলে!
=================

No comments:

Post a Comment