Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

পায়েল খাঁড়ার অণুগল্প

*বর্ষার অতিথি*




কপাটটা দড়াম করে খুলে গিয়ে এক আঁচলা বৃষ্টি এসে পড়ল মন্দাকিনীর গায়ে। কোলে
পাতা বর্ষামঙ্গলটা ভাঁজ করে রেখে বাইরের দিকে তাকালো সে।তার হাই পাওয়ারের
চশমার কাঁচেও মেঘ জমেছে—স্মৃতির মেঘ! এমনই এক আষাঢ়ের গোধূলি তার জীবনের সব রঙ
মুছে দিয়েছিল।চলে গেছিল হিমাদ্রী তাকে ছেড়ে, বাদলাবেলার পরম নিশ্চিন্ত ঘুমে
ঢলে পড়েছিল চিরকালের জন্য...

ওয়াকিং স্টিকটায় ভর দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এক পা ক'রে এগিয়ে গেল
জানালার আরও কাছে।দীর্ঘ ৪৮ বছর কেটে গেছে, তবু আজও যেন বর্ষার মেঘে সেই প্রিয়
মুখশ্রীটাকে খোঁজে তার ঝাপসা দৃষ্টি।

-দিদুন, দেখ কাকে এনেছি...

গলার স্বরটা বিশেষ পরিচিত মন্দাকিনীর।ওর সবচেয়ে প্রিয় স্টুডেন্ট পলশ্রীর
একমাত্র মেয়ে পারমিতা।অনেক বড় অব্ধি মন্দাকিনীর কাছে গান শিখেছিল পলশ্রী—বিয়ের
পরও প্রায়ই আসা-যাওয়া করত আর সাথে নিয়ে আসত ছোট্ট পারমিতাকে।নিজের নাতনির মতই
তাকে স্নেহ করত মন্দাকিনী।তাকেও বেশ কয়েক বছর গান শিখিয়েছিল তার পর আর পারেনি,
বয়সের ছাপ তার গলার স্বরেও পড়েছে।

মাস ছয়েক আগেই পরিণীতা হয়েছে পারমিতা।বিয়েতে আদরের দিদুনকে নিয়ে যাবার জন্য সে
অনেক জোরাজুরি করেছিল—মন্দাকিনী যায়নি, এ বয়সে শোরগোল আর ভালো লাগে না
তার।আশির্বাদ স্বরূপ নিজের সীতাহারটা পাঠিয়ে দিয়েছিল পলশ্রীর হাত দিয়ে।

মন্দাকিনী ঘুরে দাঁড়ালে পর দুজনেই পায়ে হাত দিয়ে প্রণাম করল তাকে।একটা জরুরী
কাজে বিয়ের পরের দিনই নবদম্পতিকে ইউএসএ চলে যেতে হয়েছিল, আজ সকালেই ফিরেছে ওরা
তাই এখন এসেছে নতুন জোড়ে দিদার আশির্বাদ নিতে।একটা লাজুক হাসি হেসে পারমিতা
বলল,

-দিদুন ও শৈল, তোমার নাতজামাই।

বিস্মৃতভাবে কাঁপা হাতে শৈল'র মুখাবয়ব ছুঁয়ে দেখল মন্দাকিনী।কি অদ্ভুত মিল—মেঘ
সরে গিয়ে দু'ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার আবছা দৃষ্টিকোণ বেয়ে।

=================================================



PAYEL KHANRAH
C/O- BALARAM KHANRAH
AKRA DUTTA BAGAN
P.O- BARTALA
P.S- RABINDRANAGAR

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩