বর্ণান্ধ হলেও
শাখায় বসে গিরগিটি মনে
রঙ নিয়ে তর্ক তো হতেই পারে
ভুল বোঝাবুঝি বা বোকামির পরে অবিকল কালকের পটভূমি খুঁজতে গেলে
সব রঙ দেখা যায়না
আসলে জলপিপিরা ডুবে যায়না
যদ্দুর মনে হয় ওদের রবিবার নেই
শুধু এক নীড় আছে
যেমন নুলিয়ার জাল আর ঢেউ জীবন
তেমনি উদ্গ্রীব বাতাসের অক্সিজেনে
আমাদের সবকিছুই টুকরো মেঘের মতো
কখনও জমাট কখনো বা ছেঁড়া ছেঁড়া
একমুঠো ছুটি নিয়ে হাঁটছে শ্রাবণী মন
টিপ টিপ বৃষ্টিতে জল-রঙা ফেব্রিকে
সারি সারি ড্যাফোডিল দুলছে বুকে...
©Sonali Mandal Aich
(সোনালী মন্ডল আইচ)
No comments:
Post a Comment