সোনালী মন্ডল আইচের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

সোনালী মন্ডল আইচের কবিতা

বর্ণান্ধ হলেও



শাখায় বসে গিরগিটি মনে
রঙ নিয়ে তর্ক তো হতেই পারে
ভুল বোঝাবুঝি বা বোকামির পরে অবিকল কালকের পটভূমি খুঁজতে গেলে
সব রঙ দেখা যায়না

আসলে জলপিপিরা ডুবে যায়না
যদ্দুর মনে হয় ওদের রবিবার নেই
শুধু এক নীড় আছে

যেমন নুলিয়ার জাল আর ঢেউ জীবন
তেমনি উদ্গ্রীব বাতাসের অক্সিজেনে
আমাদের সবকিছুই টুকরো মেঘের মতো
কখনও জমাট কখনো বা ছেঁড়া ছেঁড়া

একমুঠো ছুটি নিয়ে হাঁটছে শ্রাবণী মন
টিপ টিপ বৃষ্টিতে জল-রঙা ফেব্রিকে
সারি সারি ড্যাফোডিল দুলছে বুকে...



©Sonali Mandal Aich
(সোনালী মন্ডল আইচ)

No comments:

Post a Comment