"বৃষ্টি এবং..."
***********************গ্রীষ্ম অসুর হার মেনেছে
বৃষ্টি নাচে তাথৈ ,
অষ্টপ্রহর নীল আকাশে
মেঘেদের হৈ চৈ |
জলভরা খাল পুকুর বিলে
ব্যাঙ বাবুদের গান ,
চাষীর মুখে খুশির হাসি
ফলবে মাঠে ধান |
গন্ধরাজের স্নিগ্ধ বাসে
মাতলো প্রেমিক মন ,
মেঘমল্লারে শান্তি খোঁজে
হৃদয় বৃন্দাবন |
জাম জামরুল তাল আনারস
বেল জুঁইদের মেলা ,
রৌদ্র ছায়ার লুকোচুরি
বৃষ্টি রানীর লীলা |
==============
© দেব শংকর দাস
No comments:
Post a Comment