কুমারেশ তেওয়ারীর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

কুমারেশ তেওয়ারীর দুটি কবিতা




মেঘমেদুর



এখন তো আর কোনো মেঘের বিভ্রম নেই
প্রাচীন যে শিলালিপি থেকে
পড়ে নিতে পারে মর্মকথা অনুশীলনের চোখ
মেঘেদের রূপ দেখে সেভাবেই বলা যায়
মাটিকে ভেজাবে বলে ছিন্নছেঁড়া হতে
রাজি আছে মেঘ

এসময় বাউলের কথা যারা বলে
তাদের ঘিলুতে বুঝি জলপোকা থাকে?

এখন তো বরং নাচনিদের নিয়ে কথা বলো কেউ
কীভাবে তাদের নাচের মুদ্রার থেকে
ঝরে পড়ে নীলরঙা সাপ
ছেনাল চোখের যারা আদিমের কামসূত্র খোঁজে
তাদের চোখের মণি দংশনে তুলে নিক দাঁত
পাহাড়ের চুড়া বেয়ে নেমে কি আসবে আজ
বৃষ্টিভেজা জলপ্রপাত
~~~~~~~~~~~~~~~~~~~~~



বৃষ্টিময়



বৃষ্টির পতন মানে নান্দনিক কিছু
চণ্ডালও অদ্ভূতভাবে বৃষ্টিপতনের কাছে
পেতে দেয় নাচের মুদ্রাটি

অবাক বোকাটে হাতে বৃষ্টি ধরে রাখে
মৌদের যে মেজদাদা
তখনও অষ্টমঙ্গলা পার না হওয়া তার বউয়ের
পায়ের আলতা ধ্যাবড়ে যায় বৃষ্টির ছোঁয়ায়

কুচোফুলেরাও খুব আত্মগন্ধে মাতোয়ারা
শুরু করে সোনার তরীর গান

যে সমস্ত বাড়ীর নির্মাণকার্যে ছাদ নিয়ে
কথা বলা হয়
সে সব বাড়ীর কাছে গরম নিঃশ্বাস 
আনতে পারেনা কোনো বাস্তুসাপ

বৃষ্টির ঘুঙুর শব্দে ছাদের উপরে
ভিজে যেতে থাকে মিলিদিদির পূর্বজন্মের পাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~


কুমারেশ তেওয়ারী
আসানসোল






1 comment: